অযত্নে অজ্ঞাত শহীদদের কবর, দেখা যাচ্ছে হাড় ও কাফনের কাপড়

, জাতীয়

আল-আমিন রাজু, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-05 11:32:28

রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান। রাজধানীতে প্রতি মাসে অন্তত দেড় শতাধিক মানুষের দাফন হয় এশিয়ার সবচেয়ে বড় এই কবরস্থানে। প্রিয় স্বজনকে শেষ ঠিকানায় রেখে যাওয়ার পরে অনেকেই আসেন কবর জিয়ারত ও দেখভাল করতে। প্রিয়জনের কবরটি দেখে রাখতে গোর খোদক ও কবরস্থানে কাজ করা কর্মীদের অনুরোধ করেন। কবর পরিচর্চা পাশাপাশি নিয়ম অনুযায়ী মাসিক কিংবা বছরের হিসেবে টাকাও দিচ্ছেন। এমন কি কবরে থাকা ব্যক্তির নাম পরিচয় ও মৃত্যুর তারিখ সম্বলিত একটি সাইনবোর্ডও থাকে। যাতে অন্তত কবরের মানুষটির ছোট একটি পরিচয় পাওয়া যায়। তবে  বুদ্ধিজীবী কবরস্থানের একটি ব্লকের শতাধিক কবরে এমন কোনো আয়োজন নেই। দাফনের পর আর কেউ ফিরে তাকায় নি কবরগুলোর দিকে। কেউ খোঁজ নিতেও আসেনি। তাই অবহেলা আর অযত্নে মাটি ভেঙে কবরের ভেতরে চলে গেছে। ভালোভাবে খেয়াল করলে কবরের ভেতরে পচে যাওয়া মানুষটির হাড় ও কাফনের কাপড়ও দেখা যাচ্ছে।

খোঁজ নিয়ে যানা গেছে, অজ্ঞাত ব্লকের বেশিরভাগ কবরই বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত অজ্ঞাত শহীদদের। বেসরকারি সামাজিক সংস্থা অন্জুমান মফিদুল ইসলামের গাড়িতে করে আসা লাশগুলো দাফন করেছেন কবরের দায়িত্বরতরা। দাফনেই তাদের দায়িত্বশেষ। ফিরে তাকানোর সময় নেই।

কবরস্থানে কর্মীদের যেমন ফুসরত মেলেনি তেমনি অজ্ঞাত শহীদদের কবরের খোঁজ নেয়নি যাদের ডাকে আন্দোলনে গিয়ে প্রাণ হারানো মানুষগুলো। পরিচয় হারিয়ে অজ্ঞাত লাশ হিসেবে দাফন হওয়া সেই বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদেরও। বরং তারা এখন রাষ্ট্রিয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। এমন কি এখন আর তাদেরকে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায় না। অজ্ঞাত শহীদদের কবর সংক্রান্ত বক্তব্য জানতে অন্তত চারজন সমন্বয়কের সঙ্গে গত এক সপ্তাহেও যোগাযোগ করে পাওয়া যায়নি। সহ সমন্বয়ক পর্যন্ত পৌঁছাতে পারলেও এই বিষয়ে তারা কোনো বক্তব্য দিতে রাজি না।

অথচ মাত্র তিন মাস আগেও সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া বৈষম্য বিরোধী আন্দোলনে এই সমন্বয়কদের ডাকে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছিলো। প্রাণের মায়া ত্যাগ করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখে চোখ রেখে আন্দোলন করেছেন। আর এই আন্দোলন দমাতে গণহত্যা চালিয়েছে শেখ হাসিনা সরকার। হাসিনার ১৫ বছরের ক্ষমতার মসনদ রাখতে নৃশংস হয়ে ওঠে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামীগের বিভিন্ন অঙ্গ সংগঠন। গুলি চালিয়ে হত্যা ও লাশ গুমে মরিয়া হয়ে ওঠে তারা।  ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা হাসিনাকে নামাতে জীবন দিতে হয়েছে কয়েক হাজার যুবক, কিশোর ও শিশুদের। গুলির আঘাতে ক্ষতবিক্ষত হয়ে কোনো মতে প্রাণ নিয়ে বেঁচেন আছেন অন্তত ৩০ হাজারা ছাত্র জনতা। তবে এখনো অজানা নিখোঁজদের সংখ্যা।

অভিযোগ আছে, আন্দোলেনের সময়ে রাতের আঁধারে নানাভাবে লাশ গুম করা হয়। নকল কাগজপত্র বানিয়ে ভুয়া পরিচয়ে দাফনের ঘটনাও ঘটেছে। পাশাপাশি নিহত অনেকের মরদেহ দীর্ঘদিন হাসপাতালের মর্গে থাকার পরেও যাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি তাদের অনেককেই অজ্ঞাত হিসেবে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।

জানা গেছে, রাজধানীতে সবচেয়ে বেশি গণকবর দেওয়া হয়েছে মোহাম্মদপুরের রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে। দেশের সবচেয়ে বড় এই কবরস্থানে দাফন করা হয়েছে শতাধিক অজ্ঞাত শহীদের মরদেহ। এছাড়া জুরাইন কবরস্থানে অন্তত ১০ জন অজ্ঞাত শহীদকে দাফন করা হয়েছে। দায়িত্বরতরা অজ্ঞাত মরদেহ দাফনের বিষয়টি স্বীকার করছেন না। তবে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থান ও আজিমপুর কবরস্থানে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত কোনো অজ্ঞাত মরদেহ দাফনের তথ্য পাওয়া যায়নি।

আওয়ামী লীগ সরকার পতনের ৩ মাসের মাথায় অজ্ঞাত হিসেবে দাফন হওয়া শহীদদের গণকবর দেখে হতবাক হতে হয়েছে। রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে অজ্ঞাত মরদেহ দাফনের জন্য নির্দিষ্ট ব্লক রয়েছে।

একাধিকবার অজ্ঞাত কবরের ব্লকে গিয়ে দেখা যায়, অজ্ঞাত কবরের দুটি সাড়ি রয়েছে। বেশিরভাগ কবরই বাঁশের কঞ্চি দিয়ে চিহ্নিত করে রাখা। কবরগুলোর বেশিরভাগ ভেঙে গেছে। বৃষ্টিতে ধুয়ে গেছে কবরের মাটি। দেখে বোঝার উপায় নেই মাত্র তিন মাস আগে নিহত শতাধিক অজ্ঞাত শহীদকে এখানে সমাহিত করা হয়েছে।

গত ২৩ অক্টোবর গণনা করে দেখা যায়, ১৮০টিরও বিশে বাঁশের কঞ্চি দিয়ে চিহ্নত করা কবর। কিন্তু গতকাল ৪ নভেম্বর গিয়ে গণনা করে দেখা যায়, ১১৫টি কবর চিহ্নিত করা রয়েছে। শতশত ভাঙ্গা কবরের মাঝে একটি কবরের ভিন্ন চিত্র দেখা গেলো। সুন্দরভাবে মাটি দিয়ে সাজানো গুছানো। কবরের পাশে লাগানো হয়েছে সৌন্দর্যবর্ধন গাছ।

কবর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাটি দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা কবরটি একজন ফিলিস্তিন নাগরিকের কবর। গত ২৯ জুলাই তাকে দাফন করা হয়েছে। আন্জুমান মফিদুলের মাধ্যমে লাশ যাওয়ায় তাকে অজ্ঞাত ব্লকে দাফন করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্যবিষয়ক উপকমিটির তথ্য বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতায় মোট এক হাজার ৫৮১ জন নিহত হয়েছে। আন্দোলনে আহত হয়েছে ৩১ হাজারের বেশি মানুষ। তবে এই তথ্যই চূড়ান্ত নয়।

গত ৩ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহত ও নিহতদের পাশাপাশি নিখোঁজদের সংখ্যার বিষয়ে জানতে চাইলে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত ও আন্দোলনের সমন্বয়ক জাহিদ হোসেন বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের তথ্য এখনো পুরোপুরি ফাইনাল হয়নি। আমরা প্রতিদিনই তথ্য পাচ্ছি। অনেক তথ্য যাচাই-বাছাইতে বাদ পড়ছে। আর যারা সঠিক আছে তাদের সহযোগিতার চেষ্টা করছি।

আন্দোলনে আহত ও নিহতদের বাইরে নিখোঁজদের বিষয়ে কোনো তথ্য আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এই বিষয়ে আমরা কাজ করছি। তবে এখনো সংখ্যা প্রকাশের সময় আসেনি। তবে আমরা নানা মাধ্যম থেকে গণ কবর ও নিখোঁজদের তথ্য সংগ্রহের চেষ্টা করছি। এক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতাও প্রয়োজন।

এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বর্তমানে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ বেশ কয়েকজনের সমন্বয়কের মোবাইল ফোন সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটস অ্যাপে বার্তা পাঠিয়েও সাড়া পাওয়া যায় নি। পরবর্তীতে কয়েকজন সহ সমন্বয়কের সঙ্গে যোগাযোগ করা হলে তারা সমন্বয়কদের সঙ্গে আলোচনা ছাড়া বক্তব্য দিতে অপরাগতা প্রকাশ করেন।

বৈষম্য বিরোধী আন্দোলন নিহত অজ্ঞাত শহীদদের কবর সংরক্ষণ ও সংস্কারের বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদির বার্তা২৪.কমকে বলেন, আমরা প্রথমে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের তালিকা সংগ্রহে কাজ করেছি। আন্দোলনের প্রধান সমন্বয়ক ও অন্তবর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে আমার এই বিষয়ে কথা হয়েছে। তিনি আমাকে নির্দেশ দিয়েছেন বেষম্য বিরোধী আন্দোলনে নিহত অজ্ঞাত শহীদ ও গণকবরের বিষয়ে খোঁজ নেওয়ার জন্য। আমি ইতোমধ্যে কাজ শুরু করেছি।

বৈষম্য বিরোধী আন্দোলনে ৯ দফা দাবির প্রস্তাবক কাদির আরও বলেন, বেষম্য বিরোধী আন্দোলনে পক্ষ থেকে গণ কবরের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। নভেম্বর মাসের মাঝামাঝি অন্তবর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস পরিদর্শনে যাওয়ার কথা। সেই সময়ে অজ্ঞাত শহীদদের স্মৃতি রক্ষায় গণ কবর সংস্কার ও সংরক্ষণের বিষয়ে আরও নির্দেশনা আসবে।

আঞ্জুমান মুফিদুলের ইসলামের তথ্যমতে, আন্দোলনচলাকালীন গত ২২ জুলাই থেকে ২৬ আগস্ট পর্যন্ত ৪টি হাসপাতাল এবং কমলাপুর রেলওয়ে স্ট্রেশন ও প্যালেস্টাইন এ্যামবেসী থেকে ১ টি করে দুইটি মরদেহসহ মোট ৬৯টি মরদেহ দাফন করেছে আঞ্জুমান। সাধারণত অজ্ঞাত মরদেহ কয়েকদিন হাসপাতালে রাখা হয়।

আঞ্জুমানের তথ্যমতে, প্রতিষ্ঠানটি এসব মরদেহ রাজধানীর রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করেছে। এসব মরদেহের মধ্যে ২২ জুলাই ১১টি, ২৩ জুলাই ১টি, ২৪ জুলাই ৯টি, ৫ জুলাই ৩টি, ২৭ জুলাই ৭টি, ২৮ জুলাই ১১টি, ২৯ জুলাই ১ টি ও ৩১ জুলাই ৩টি মরদেহ দাফন করেছে প্রতিষ্ঠানটি। তবে ১৪ থেকে ২১ জুলাই কোন মরদেহ দাফন করেনি তারা, এমন তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়া আগস্ট মাসের ২৬ তারিখ পর্যন্ত তারা দাফন করেছে ২৩টি মরদেহ।

আঞ্জুমান মুফিদুল ইসলামের তথ্য মতে, তারা ঢাকা মেডিকেল, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মিটফোর্ড মেডিকেল, শহীদ তাজুদ্দিন মেডিকেল থেকে সংগ্রহ করেছে। মেডিকেল ছাড়া বাইরে থেকে তারা কোন মরদেহ সংগ্রহ করেনি।

তথ্য বলছে, ১ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত যত মরদেহ দাফন করা হয়েছে-তার কোনো হিসেব নেই কবরস্থান কর্তৃপক্ষের কাছে। বিষয়টি স্বীকারও করেছেন দায়িত্বরতরা।

তারা বলছে, এ সময়ে সেখানে কোন অজ্ঞাত মরদেহ দাফন করা হয়নি। যদিও আগস্টের ওই সময়েই সবচেয়ে ভয়ংকর হণহত্যা চালানো হয়। পুলিশ ও সরকার দলীয় নেতকর্মীদের গুলিতে সবচেয়ে বেশি ছাত্র-জনতা নিহত হয়।

আঞ্জুমানের তথ্যমতে, রায়ের বাজার কবরস্থানে মাত্র ৬৯টি মরদেহ দাফন করেছে। সাধারণত বেওয়ারিশ মরদেহ দাফনের নির্দিষ্ট জায়গা রয়েছে। তবে সেখানে দাফনকৃত কবরের সংখ্যা গুনে শতাধিক পাওয়া গেছে। রায়েরবাজার কবরের দায়িত্বরতদের সঙ্গে কথা বলে জানা গেছে, জুলাই মাসে ৮১টি ও আগস্টে ৩৩টি অজ্ঞাত মরদেহ দাফন করা হয়েছে। তবে জুরাইন ও মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানেন দায়িত্বরতরা অজ্ঞাত মরদেহ দাফন হয়নি বলে জানিয়েছেন। 

Related News