শিল্প কারখানায় শিশুশ্রম বন্ধ করতে হবে: বিভাগীয় কমিশনার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী | 2024-11-06 17:27:10

রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেছেন, সরকারের নির্দেশনা মোতাবেক সকল শিল্প কারখানায় শিশু শ্রম বন্ধ করতে হবে। প্লাস্টিকের পরিবর্তে পাটজাত সামগ্রী ব্যবহারের প্রতি আগ্রহ সৃষ্টি করতে হবে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে স্ট্রিট ফুড ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করতে হবে।

বুধবার (৬ নভেম্বর) রাজশাহী চেম্বার ভবন মিলনায়তনে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ব্যবসা-বাণিজ্য পরিচালনার লক্ষ্যে ব্যবসায়ী ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক-প্রতিনিধিদের নিয়ে এক সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নগরীর জলাবদ্ধতা দূরীকরণে ইতোমধ্যে বায়া খাল পুনরুদ্ধার কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে আগামীতে দুয়ারী খালসহ অন্যান্য খাল উদ্ধার কার্যক্রম পরিচালিত হবে। ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে এসকল কার্যক্রম গুরুত্বপুর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ অবদান উল্লেখ করে বিভাগীয় কমিশনার বলেন, ব্যবসায়ীরা অর্থনীতির প্রাণ। সেমিনারে নতুন উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার প্রসার ও বাজারজাতকরণে সার্বিক সহযোগিতা করতে ব্যবসায়ী সংগঠনগুলোকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।

এছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণে শিল্প প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশনা দেন তিনি।

সেমিনারে উন্মুক্ত আলোচনায় বক্তারা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন প্রতিবন্ধকতাসমূহ তুলে ধরেন। সহজে ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য বিভিন্ন লাইসেন্স ফি কমানো, প্রযোজ্য ক্ষেত্রে শব্দ দূষণ, ফায়ার সেইফটি ও পরিবেশগত ছাড়পত্রের সার্টিফিকেট গ্রহণ, বিসিক শিল্প এলাকায় অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি, সহজে ব্যাংক ঋণ প্রাপ্তি, নতুন পণ্যের ছাড়পত্র, শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা এবং ফুড সেইফটি নিশ্চিতকরণসহ বিভিন্ন প্রস্তাব করা হয়।

রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ নইমুল আহছান ভুঁইয়া, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কবির হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক মো. জাহাঙ্গীর আলম এবং উপপ্রধান বয়লার পরিদর্শক প্রকৌশলী মো. নজরুল ইসলাম, রাজশাহী রেশম শিল্প মালিক সমিতির সভাপতি লিয়াকত আলী, জেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি সাদরুল ইসলাম, ওয়েবের সভাপতি আঞ্জুমান আরা লিপি, নাবিল গ্রুপের কৃষিবিদ জাহিদুল ইসলামসহ বিভিন্ন ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

Related News