চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনক, তিন মাসে মৃত্যু ৩২

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম ব্যুরো | 2024-11-10 20:32:07

চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ উদ্বেজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত তিনমাসেই এডিস মশার আক্রমণে চট্টগ্রামে ৩২ জন মৃত্যুবরণ করেছেন। আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এই তিনমাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩০৪ জন। অর্থাৎ গড়ে প্রতিমাসে হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন।

রোববার (১০ নভেম্বর) অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাতে ডেঙ্গুর বিষয়টি বেশ গুরুত্ব পেয়েছে। এমন পরিস্থিতিতে প্রশাসনের তোড়জোড়ের পাশাপাশি সচেতনতা বাড়াতেও মনোযোগ দেওয়া হয়েছে।

সিভিল সার্জন সূত্র জানায়, বর্তমানে ডেঙ্গু আক্রান্ত ১৪৭জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত অক্টোবর মাসে আক্রান্তের সংখ্যা ছিলেন ১ হাজার ৪৩০ জন, মৃত্যুবরণ করেন ৯ জন। চলতি মাসের ৯ নভেম্বর পর্যন্ত ৩৬৯ জন আক্রান্ত হন ও মৃত্যুবরণ করেছেন ৭ জন। এর আগে ২০২৩ সালের অক্টোবর মাসে ডেঙ্গু আক্রান্ত ছিলেন ২ হাজার ৭৭৯ জন, মৃত্যুবরণ করেছিলেন ১২ জন এবং নভেম্বর মাসে (২০২৩ সাল) ডেঙ্গু আক্রান্ত ছিল ১ হাজার ২৫৪ জন ও মৃত্যুবরণ করেছিলেন ১৬ জন।

জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘চট্টগ্রামে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকহারে বৃদ্ধি পেয়েছে। আক্রান্তরা সরকারি-বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসা নিচ্ছে। সচেতনতা সৃষ্টির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব।’

ডেঙ্গু রোধে চট্টগ্রাম সিটি করপোরেশনও নিয়মিত অভিযান পরিচালনা করছে। বিভিন্ন বাসা-বাড়িতে পানি জমে থাকলে করা হচ্ছে জরিমানাও। কিন্তু তবুও কমছে না ডেঙ্গুর প্রকোপ।

Related News