শনিবার থেকে সিজিএসের ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2024-11-15 13:04:03

সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের (সিজিএস) উদ্যোগে ‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শীর্ষক আন্তর্জাতিক সংলাপ তৃতীয় বারের মতো শনিবার (১৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে। তিন দিনব্যাপী এই আয়োজন আগামী ১৮ নভেম্বর শেষ হবে।

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) এর নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।

পৃথিবীব্যাপী গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা, এবং ভুল তথ্যের ক্রমবর্ধমান বিস্তার, সবুজ শক্তি এবং জলবায়ু পরিবর্তন, বিশ্ব বাণিজ্য এবং অর্থনৈতিক সমস্যা, বৈশ্বিক সংঘাত এবং ভূ-রাজনীতির ল্যান্ডস্কেপ ও মানবাধিকার বিষয়গুলো আলোচিত হবে বলে জানান আয়োজকরা।

এবারের আয়োজনে ৭৭টি সেশন হবে বলে জানিয়ে আয়োজকরা বলেন, ৮০০ দেশের বিষয় সংশ্লিষ্ট গবেষক, শিক্ষক, লেখক, সমরবিদ, সাংবাদিক, ব্যবসায়ী এবং রাজনীতিকসহ বিভিন্ন পেশার ৮০০ শতাধিক অংশগ্রহণকারী এতে উপস্থিত থাকবেন। এ উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে, এ অঞ্চলে দ্রুত বিকাশমান পরিস্থিতিকে বৈশ্বিক প্রেক্ষাপটে জানা ও বোঝা।

সিজিএস’র নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেন, বে অব বেঙ্গলে আমাদের যে অংশীদারত্ব আছে এটা পৃথিবীর মানুষকে জাননো হয় এই আয়োজনে। এতে বাংলাদেশ ও লাভবান হয়। আমরা সব সময় এই আয়োজন কে সরকারের বাইরে রাখতে চাইবো। আমাদের পলিসি গুলো নীতি নির্ধারকদের জন্য। সরকারের সঙ্গে আমরা কোনো আর্থিক বিষয়ে জড়াব না।

তিনি বলেন, এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা খুব কঠিন। গত দুই বছর খুব বেগ পেতে হয়েছে। আমরা আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা করতে চাই। বাংলাদেশের ইস্যু টুকটাক, তবে আন্তর্জাতিক ইস্যু বেশি আসবে। সরকারের সাহায্য চাই। আমাদের আয়োজনে যেনো বাধা না হয়ে দাঁড়ায়।

এসময় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর চ্যায়ারমেন মুনিরা খান, চিফ অফ স্টাফ দিপাঞ্জলী রায় প্রমুখ।

Related News