সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ, আটক ১

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা | 2024-11-15 18:21:14

সরকারি চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারি শীর্ষ প্রতারক হাবিবুল্লাহ হাবিব কারিকরকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। আটক হাবিব সাতক্ষীরার কালিগঞ্জ থানার মোঃ আহম্মদ আলীর ছেলে।

শুক্রবার (১৫ অক্টোবর) সাতক্ষীরা সদরের পলাশপোল এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব-৬ জানায়, সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার দুর্ধর্ষ প্রতারক গ্রুপের প্রধান আসামি হাবিবুল্লাহ হাবিব সাতক্ষীরা ও যশোর জেলাসহ আশপাশের এলাকার সাধারণ মানুষের কাছে থেকে কালোবাজারি, দাঙ্গা সংঘটন, সরকারি কাজে বাধাদান, সরকারি কর্মচারীদের ওপর হামলা, অবৈধ বিস্ফোরক সামগ্রী নিজ আয়ত্তে রাখা, অস্ত্র ব্যবসা, জমি দখল, সরকারি চাকরী দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়া, ঢাকায় ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে নারীদের দিয়ে দেহ ব্যবসাসহ তার নামে মোট ৯টি মামলা রয়েছে। সরকার পতনের পর সাতক্ষীরা এলাকায় পুনরায় প্রতারনা চক্রের জাল বিছিয়ে নতুন করে এলাকায় প্রতারক চক্রটি সক্রিয় হয়ে উঠছে বলে র‌্যাবের কাছে গোয়েন্দা তথ্য ছিল। তার নামে একাধিক মামলাসহ গ্রেফতারী পরোয়না ভুক্ত ফেরারী আসামি হওয়া সত্ত্বেও নিজেকে আত্মগোপনে রেখে তার দলের অন্যান্য সদস্যদের নিয়ে অপরাধ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল।

র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে সাতক্ষীরার পলাশপোল এলাকা থেকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Related News