ঐক্যের পথে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস

, জাতীয়

স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2024-11-16 17:44:45

বৃহত্তর ইসলামি ঐক্য গড়ে তুলতে ঐকমত্যে পৌঁছেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিস।

শনিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন মাওলানা আজিজুর রহমান হেলার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজরিম বৃহত্তর ইসলামি ঐক্য গড়ে তুলতে একমত হয়েছে।

উপদেষ্টামণ্ডলী সম্পর্কে তারা বলেন, মোস্তফা সরোয়ার ফারুকী পতিত স্বৈরাচারের সুবিধভোগী একজন। তাই ফারুকীকে উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে দল দুইটি।

এছাড়া, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়েছে তারা।

এই বৈঠকে সভাপতির দায়িত্ব পালন করেছেন, আমীরে মজলিস শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নুরপুরী।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মাওলানা রেজাউল করীম পীর সাহেব চরমোনাই, প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোসাদ্দিক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন্দ, অধ্যাপক মাহবুবুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমীর মাওলান ইউসুফ আশরাফ, মহাসচিব মাওলানা মামুনুল হক, যুগ্মমহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তোফাজ্জল হোসাইন মিয়াজী, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পদক মাওলানা এনামুল হক মুসা প্রমুখ

Related News