‘প্রকৃতির প্রতি ন্যায় বিচার করতে জীবন দর্শন বদলাতে হবে’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-16 18:10:59

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমাদেরকে লাইফস্টাইল যেভাবে চালাচ্ছি তার পরিবর্তন আনতে হবে। জলবায়ু পরিবর্তন হচ্ছে উন্নত বিশ্বের ভোগবাদী জীবন কাটানোর জন্য। প্রকৃতির প্রতি ন্যায় বিচার করতে গেলে জীবন দর্শন বদলাতে হবে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে মোহাম্মদপুরের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত ‘৩য় ডিআরএমসি জাতীয় প্রকৃতি উৎসব ২০২৪’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, বিগত পঞ্চাশ বছরের মধ্যে সবচেয়ে বেশি গরম এ বছর পড়েছে। এ বছর যেরকম বন্যা হয়েছে এরকম বন্যা ওইসব এলাকার মানুষ কখনো দেখেনি। এটার একটি কারণ হচ্ছে পৃথিবীর জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে। জলবায়ু পরিবর্তনের অন্যতম একটি কারণ হচ্ছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো। নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করার পরামর্শ দেন তিনি। তিনি বলেন জলবায়ু পরিবর্তন হচ্ছে উন্নত বিশ্বের ভোগবাদী জীবন কাটানোর জন্য।

তিনি বলেন, শব্দ দূষণে বাংলাদেশ পৃথিবীর ১ নাম্বার। ঢাকা শহরে এর মাত্রা অসহনীয়। আমরা ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ঢাকা শহরের অন্তত ১০ টি রাস্তা শব্দ দূষণমুক্ত করতে সচেতনতা গ্রহণ করবো। হর্ন বাজানোর বিরুদ্ধে সচেতনতা করবো। এখন হর্ন বাজানো মানুষের অভ্যাস হয়ে গেছে।  হর্ন বন্ধ করলে গাড়ির গতি ও নিয়ন্ত্রণে চলে আসবে।

আমরা নদী না বাঁচাতে পারলে পানি কোথা থেকে পাব। ঢাকা শহরে ৭ টি নদী অথচ ঢাকা শহরে পানি নেই। যা সৃষ্টি করতে পারবন না তা ধ্বংস করার অধিকার কারো নেই। এরকম অর্থনৈতিক কর্মকাণ্ডকে উন্নয়ন বলার সুযোগ নেই যে অর্থনৈতিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রকৃতি ও মানুষের সহবস্থান নেই।

ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামিম ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক শামিম রেজা, সহকারী অধ্যাপক অসীম কুমার দাস সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহনকৃত বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরষ্কার ও সম্মাননা তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।।

Related News