বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ মাদরাসার দুই শিক্ষার্থী

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2024-11-16 22:27:50

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ রয়েছে মাদরাসার দুই শিক্ষার্থী। নিখোঁজ হওয়ার ঘটনায় উভয় শিক্ষার্থীর অভিভাবক থানায় সাধারণ ডায়েরী করেছেন।

শনিবার (১৬ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন।

নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থী হলেন- বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের বাঘুটিয়া গ্রামের ইমদাদুল হকের ছেলে আব্দুল্লাহ (২২) এবং জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের আব্দুল মতিন মোল্লার ছেলে মো. এলাহীন মোল্লা রসুল (১৪)।

আব্দুল্লাহ ঢাকার গেন্ডারিয়ার বায়তুল উলুম ঢালকানগর মাদরাসায় দাওরা হাদীসে (মাস্টার্স) এবং এলাহীন মোল্লা রসুল রাজবাড়ীর ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

আব্দুল্লাহর বড় ভাই আমিরুল ফাহাদ বার্তা২৪.কমকে জানান, তার ছোট ভাই আব্দুল্লাহ গত ৯ নভেম্বর শনিবার ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে। মিশরে উচ্চ শিক্ষা গ্রহণের জন্য আব্দুল্লাহ পাসপোর্ট করবে। কিন্তু জাতীয় পরিচয় পত্রে তথ্য ভুল থাকার কারণে সেটা সংশোধন করার জন্য ১০ নভেম্বর রোববার সকালে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজনদের বাড়িতে অনেক খুঁজেছেন তারা। কোথাও সন্ধান না পেয়ে তার মা রেনু বেগম শুক্রবার (১৫ নভেম্বর) বালিয়াকান্দি থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।

নিখোঁজ এলাহীন মোল্লা রসুলের বাবা আব্দুল মতিন মোল্লা বার্তা২৪.কমকে জানান, তার ছেলে রাজবাড়ীর ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদরাসার হোস্টেলে থেকে পড়ালেখা করতো। কিন্তু গত মাস তিনেক হলো ও মাদরাসা থেকে চলে এসেছে। এরপর আর ও মাদরাসাতে যেতে চাইছিল না। পরে আমি রাগারাগি করলে ও গত ৭ নভেম্বর আসরের নামাজের পর বাড়ি থেকে বের হয়ে যায়। সাথে করে একটি ব্যাগ ও একটি পোশাক নিয়ে গেছে। অনেক খোঁজ করেও তারা রসুলের সন্ধান না পেয়ে অবশেষে ১৩ নভেম্বর বালিয়াকান্দি থানায় সাধারণ ডায়েরী করেছেন।

বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন বার্তা২৪.কমকে জানান, নিখোঁজ দুই শিক্ষার্থীর অভিভাবকই পৃথক ভাবে সাধারণ ডায়েরী করেছেন। এ বিষয়ে কাজ করছেন তারা। এরই মধ্যে তারা দুই শিক্ষার্থীর নিখোঁজ হওয়ার বিষয়ে সারাদেশের থানাগুলোতে একটি ম্যাসেজ দিয়েছেন।

Related News