‘হিমাগারের অব্যবস্থাপনায় আলুতে পচন, বড় ক্ষতির মুখে কৃষক’ শিরোনামে বার্তা২৪.কম-এ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মুক্তা হিমাগার।
রোববার (১৭ নভেম্বর) রাতে মুক্তা হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক এম শরিফুল ইসলাম বাবু এ প্রতিবাদ জানান।
বার্তা২৪.কম-এ পাঠানো এ সংক্রান্ত এক প্রতিবাদলিপিতে এম শরিফুল ইসলাম বাবু বলেন, ‘আমাদের এখানে এ ধরনের অভিযোগ আমরা এখনো কৃষকদের কাছ থেকে পাইনি। ওই কৃষক আমাদের এখানে আলু সংরক্ষণ করেছে কিনা তার নিশ্চিত হতে পারিনি। সেভেন জাতের আলু লোকাল ভাবে উদ্ভাবিত এক ধরনের আলু এটা সাত-আট বছর ধরে কন্টিনিউ লাগাচ্ছে। তারপরও আমরা চেষ্টা করি মানুষ ভালো জাতের আলু রোপন করতে পারে। এই জাতটাকে আধুনিকরণ করার জন্য কেউ উদ্যোগ নেয়নি। হিমাগার থেকে আলু নিয়ে গেলে আলুর যে গাছ সেটা ভালো হয়। তারপরে যদি পরিবেশগত ভাবে আলু মারা যায় সেটার অনেকগুলো কারণ ডিপেন্ড করে। যেহেতু আমাদের এখানে মেজর কোন অভিযোগ পাইনি এবং কৃষকের দিক থেকে যদি কেউ এবিষয়ে অভিযোগ করে থাকে সেটা তার ব্যাপার। আমরা আমাদের দিক থেকে কোন অব্যবস্থাপনা দেখছি না বা পাইনি। এখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভিজিট করে কোন নেগেটিভ রিপোর্ট দেয়নি। কৃষক যেকোনো কথা বলতেই পারে আপনারা যাচাই-বাছাই করে লিখবেন।’
প্রকাশিত সংবাদ প্রসঙ্গে প্রতিবেদকের বক্তব্য
নীলফামারীর কিশোরগঞ্জের উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে আলু রোপন করেছে এমন কৃষকদের সঙ্গে কথা বলে রিপোর্ট করেছি। এছাড়াও রিপোর্ট করার আগে হিমাগার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। এতে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই।