সরকারের উদ্যোগ থাকলেও শিশুশ্রম বন্ধ হয়নি

, জাতীয়

বর্ণালী জামান, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2024-11-18 11:43:52

যে বয়সে খাতা-কলম ও খেলনা নিয়ে আনন্দে খেলাধুলার কথা সে বয়সে হাতে নিয়েছে হাতুড়ি। কোমল হাতে ইট ভেঙে পরিবারকে সহযোগিতা করছে ওরা। দারিদ্র্যের কারণে এদের অনেকে স্কুলের গন্ডিতেও পৌঁছাতে পারেনি। বলছি রংপুর নগরীর আলমনগর বিহারী ক্যাম্পে ঝড়ে পড়া কিছু শিশুর বাস্তবচিত্র।

হাতুড়ির টুস-টাস শব্দে প্রতিনিয়ত চোখে পড়ে তাদের ইট ভাঙার দৃশ্য। দরিদ্র পরিবারে অভাবের তাড়নায় খুব সকালেই মায়ের সঙ্গে বেরিয়ে পড়েন ইট ভাঙতে। ইট ভাঙার আয়ের ওপরই চলে তাদের সংসার।

মায়ের সঙ্গে ইট ভাঙছে শিশু গুড়িয়া। মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল বার্তা২৪.কমের এই প্রতিবেদনের সঙ্গে আলাপকালে গুড়িয়া বলেন, বাবা ভ্যান চালক। তার প্রতিদিন কাজ থাকে না। মা ইট ভেঙে যে টাকা পায়, তা দিয়ে আমাদের বাজার খরচ চলে। অতিরিক্ত আয় করতে আমিও মায়ের সঙ্গে ইট ভাঙি। আগে ইট ভাঙতে হাতুড়ি চালাইতে ভয় লাগতো কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে।

স্কুলে যাওয়ার বিষয়ে সে জানায়, মাঝে মধ্যে যায়।

ঝুঁকিপূর্ণ কাজে শিশু

হাতুড়ি চালিয়ে ইট ভাঙতে থাকা শিশু রাফিয়া বলেন, মায়ের সঙ্গে ইট না ভাঙলে আমাদের সংসারের চলে না। বাবা আরেকটা বিয়া করছে আমাদেরকে খরচ দেয় না। মা ইট ভাঙে আমিও সঙ্গে যোগাল দেই।

সে জানায়, বিকেলে স্কুলে যায়। তবে যেদিন খোয়ার অর্ডার বেশি থাকে সেদিন স্কুলে যেতে পারে না।

খোয়া ভাঙতে থাকা একজন অভিভাবক বলেন, সকালে ঘুম থাকি উঠিয়া খোয়া না ভাঙলে প্যাটে ভাত যাবে না। বাচ্চা কাচ্চা নিয়া খুব কষ্ট, জিনিসপাতির দাম বেশি সংসার চলে না। ডাল ভাত খায়া বাঁচতে বাচ্চা কাচ্চা নিয়া খোয়া ভাঙি ৯০-১০০ টাকা করি বিক্রি হয়। দিনে ৩-৪ বস্তা খোয়া ব্যাচা হয়, কখনো হয় না। এভাবেই কোনমতে সংসার চলে। ক্যাম্পে থাকি আমাদের কষ্ট দেখার কেউ নাই।

জেলা প্রশাসন সূত্র জানায়, শিশুরা কম বয়সে যেন কাজ না করে, এজন্য সরকারি উদ্যোগে কিছু বেসরকারি সংস্থা হতদরিদ্র অধ্যুষিত এলাকাগুলোতে অভিভাবকদের সচেতন করতে কাজ করছে। এসব পরিবারকে বোঝানো হচ্ছে যে তারা যেন তাদের শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে না পাঠায়। ঝুঁকিপূর্ণ শিশুশ্রমে শিশুরা শারীরিক ও মানসিকভাবে ক্ষতির সম্মুখীন হবে। শিশুশ্রম বন্ধে প্রতি তিন মাস পরপর জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে বিভিন্ন শ্রেণি–পেশার লোকজন নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে।

Related News