পর্যটন শিল্প প্রসারের লক্ষ্যে বান্দরবানে ছাদখোলা বাস

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বান্দরবান | 2024-11-18 16:28:54

বান্দরবানের পর্যটন শিল্পের প্রসার ও বিভিন্ন পর্যটন স্পট ঘুরে বেড়াতে পর্যটকদের জন্য চালু হয়েছে ছাদখোলা বাস। জেলায় প্রথমবারের মতো এই সার্ভিস চালু করা হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) সকালে হিলভিউ কনভেনশন হলের সামনে এই ছাদখোলা বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য, ব্যবসায়ী ও হোটেল হিলভিউ ট্যুরিস্ট বাসের মালিক কাজল কান্তি দাশ।

জানা যায়, বান্দরবান জেলা সদরের প্রবেশমুখ হোটেল হিলভিউ-এর পক্ষ থেকে এই পর্যটকবাহী ছাদখোলা বাসটি পরিচালনা করা হবে। ছাদখোলা এই বাসে ৩০টি আধুনিকমানের সিট সংযোজন করা হয়েছে। প্রতিদিন সকাল ৭টায় এই বাস হিলভিউ-এর সামনে থেকে পর্যটকদের নিয়ে সুদৃশ্য পাহাড়ি পথ অতিক্রম করে শৈলপ্রপাত,চিম্বুক, ভিউ পয়েন্ট ও নীলগিরি পর্যটনকেন্দ্র ভ্রমণ করবে এবং ভ্রমণ শেষে আবার দুপুর নাগাদ পর্যটকদের হোটেল হিলভিউয়ের সামনে এসে নামাবে। এই রুটে ভ্রমণের জন্য জনপ্রতি ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা আর ৫ বছরের নিচে সবার জন্য ভাড়া ফ্রি।

আরও জানা যায়, বিকেলে আবার এই বাসে করে পর্যটকরা ভ্রমণ করতে পারবে বান্দরবানের মেঘলা আর নীলাচল পর্যটনকেন্দ্রে। আর এই রুটে ভ্রমণের জন্য জনপ্রতি ভাড়া নির্ধারণ হয়েছে ২০০ টাকা। প্রতিটি পর্যটনকেন্দ্রে পর্যটকরা ৩০ মিনিট থেকে এক ঘণ্টা ভ্রমণের সুযোগ পাবে আর তাদের সার্বিক নিরাপত্তায় দক্ষ সুপারভাইজার একজন গাইড হিসেবে কাজ করবেন।

ছাদখোলা বাস চালক মো. ফুরকান বলেন, এই ছাদখোলা বাসে পর্যটকরা জেলার নীলাচল, মেঘলা, শৈলপ্রপাত, নীলগীরীসহ সকল পর্যটন কেন্দ্র ভ্রমণে যেতে পারবেন। ঘোরাঘুরি শেষ না হওয়ার পর্যন্ত স্পটে পর্যটকদের জন্য অপেক্ষা থাকবে এবং নির্ধারিত সময় শেষে একই স্থানে নিয়ে আসা হবে।

হোটেল হিলভিউ ট্যুরিস্ট বাসের মালিক কাজল কান্তি দাশ বলেন, পাহাড়, নদী ও ঝরনাবেষ্টিত বান্দরবানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই দেশ-বিদেশ থেকে অসংখ্য পর্যটক আসেন। তাদের নিরাপদ এবং আরামদায়ক ভ্রমণের জন্য এই ছাদখোলা বাস চালু করা হয়েছে। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে

Related News