পটুয়াখালীতে দুটি পদ্ম গোখরা উদ্ধার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2024-11-19 13:09:44

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতিবাজার এলাকা থেকে দুটি পদ্ম গোখরা সাপ উদ্ধার করেছে অ্যানিমেল লাভারস অব কলাপাড়ার সদস্যরা। উদ্ধার হওয়া সাপ দুটি শিশু বয়সের, যাদের দৈর্ঘ্য দেড় ফুট ও এক ফুট।

সোমবার (১৮ নভেম্বর) রাত ১০টায় বানাতিবাজারে সাপুড়িয়া মস্তফা মুন্সির কাছ থেকে সাপ দুটি উদ্ধার করা হয়।

অ্যানিমেল লাভারসের সদস্যরা জানান, সাপুড়িয়া সাপ নিয়ে খেলা দেখিয়ে তাবিজ-কবজ বিক্রি করছিলেন। পরে তাকে সাপ ধরবে না এমন মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

উদ্ধারের সময় উপস্থিত ছিলেন অ্যানিমেল লাভারস পটুয়াখালীর সদস্য ইউসুফ রনি, শাওন তালুকদার ও আদনান রাকিব। উদ্ধারকৃত সাপ দুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিকেলে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করার পরিকল্পনা রয়েছে।

অ্যানিমেল লাভারস কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সি জানান, পদ্ম গোখরা নিশাচর প্রাণি, যা ইঁদুরের গর্ত, বনাঞ্চল বা ধানক্ষেতের আশপাশে থাকতে পছন্দ করে। বাচ্চা অবস্থায় তারা উভচর প্রকৃতির এবং বড় হয়ে মাছ বা অন্যান্য ছোট প্রাণি শিকার করে। তবে বিরক্ত করলে ফণা তুলে হিসহিস শব্দ করে এবং আত্মরক্ষার্থে কামড়াতে পারে।

অ্যানিমেল লাভারসের সদস্য আদনান রাকিব জানিয়েছেন, উদ্ধারকৃত সাপ দুটি বর্তমানে চিকিৎসাধীন। সেগুলো সম্পূর্ণ সুস্থ হলে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করার প্রক্রিয়া শুরু হবে।

Related News