'সরবরাহ সংকটের কারণে নিত্যপণ্যের দাম লাগামহীন। সরবরাহ বাড়িয়ে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এবং ভোক্তা অধিকারকে জোরালোভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।'
বুধবার (২০ নভেম্বর) রাজধানীর কারওয়ানবাজারে ভ্রাম্যমাণ ট্রাকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আলু বিক্রি কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন এ কথা বলেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, সরবরাহ ব্যবস্থাপনার দুর্বলতার কারণে বাজারে নিত্যপণ্যের দাম কমছে না। তবে সরবরাহ বাড়ানোর জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হচ্ছে। কিছু পণ্যে শুল্ক কমানো হয়েছে। এতে কিছুটা দাম কমেছে। এজন্য ভোক্তা অধিকারকে জোরালোভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে চাল আমদানি শুরু হয়েছে। প্রায় ২০ কোটি ডিম আমদানির অনুমতি দেয়া হয়েছে। তেল নিয়ে ব্যাপক কাজ করছি। রমজানকে সামনে রেখে সব পক্ষ সমন্বিত কাজ করছি।
উপদেষ্টা আরও বলেন, বাজারে আলুর যে দাম বৃদ্ধি পেয়েছে তা সহনশীল পর্যায়ে নিয়ে আসার জন্য আমরা ন্যায্য মূল্যে টিসিবির মাধ্যমে আলু বিক্রয় শুরু করেছি। আজকের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি ঘটেছে তা মূলত সরবরাহ কেন্দ্রিক। সরবরাহ ব্যবস্থা উন্নত করার জন্য আমরা রাত দিন কাজ করে যাচ্ছ। এ নিয়ে সকল অংশীজনদের সঙ্গে বৈঠক করছি।
শেখ বশিরউদ্দিন বলেন, শুধু বাণিজ্য মন্ত্রণালয় নয় এ বিষয়ে কাজ করে কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় সকলে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করেছি। প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টাগণ এ ব্যাপারে সংবেদনশীল। কিছু কিছু পণ্যে স্বস্তি আসতে শুরু করেছে, এবার আলুতেও আসবে। এছাড়া তেল নিয়ে ব্যাপকভাবে কাজ শুরু করেছি। রমজানকে সামনে রেখে সকলের সমন্বিতভাবে কাজ করছি।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির অন্যান্য পণ্যের সঙ্গে আলু বিক্রয় কার্যক্রম এর উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় এর সচিব জনাব মোহাঃ সেলিম উদ্দিন, মেসার্স আরশ এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী মোঃ সিরাজুল ইসলাম (মিলন)সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে টিসিবির অন্যান্য পণ্যের সঙ্গে ৪০ টাকা কেজি দরে আলু বিক্রয় করা হয়।