সেনাবাহিনীর ধাওয়ায় ইট-পাথর ছুড়লো অটোরিকশা চালকরা

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-21 12:34:19

অটোরিকশা বন্ধে হাইকোর্টের রায়ের প্রতিবাদে রাস্তা অবরোধ করে আন্দোলনরত অটোরিকশা চালকদের সরিয়ে দিতে চাইলে সেনাবাহিনী ও পুলিশের ওপর ইট-পাটকেল ও রেললাইনের পাথর ছুড়ছে আন্দোলনকারীরা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে সেনাবাহিনীর একটি দল আন্দোলনকারীদের মহাখালী থেকে সরিয়ে দিতে চাইলে এই অবস্থার সৃষ্টি হয়।

এসময় সেনাবাহিনী প্রথমে ধাওয়া দিয়ে আন্দোলনকারী অটোরিকশা চালকদের সরিয়ে দেয়। এর কিছুক্ষণ পরই প্রথমে মহাখালীর দিক থেকে ও পরে তেজগাঁও রেললাইনের ওপর দিয়ে চলে যাওয়া আন্দোলনকারীরা ইট-পাটকেল ও রেললাইনের পাথর ছুড়ে মারতে থাকে।

এক পর্যায়ে আন্দোলনকারীদের অতর্কিত হামলায় সেনাবাহিনী ও পুলিশ পিছু হটলে আন্দোলনকারীরা ধাওয়া করতে করতে রাওয়া কমপ্লেক্স পর্যন্ত চলে আসে।

এ সময় রড ও বিভিন্ন লাঠি হাতে এসকেএস টাওয়ারে হামলা ভাঙচুর চালায় অটোরিকশা চালকরা।

Related News