সরকার শিক্ষাকে যুগোপযোগী করতে আমূল সংস্কারের পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী প্রফেসর এম আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে সম্পৃক্ত করার কাজ চলছে। চলমান চতুর্থ শিল্প বিপ্লবকে বাংলাদেশের উন্নয়নে সংযুক্ত করতে প্রয়োজন আধুনিক শিক্ষায় শিক্ষিত দক্ষ জনগোষ্ঠী। আমাদের শিক্ষা ব্যবস্থা যেন সে চাহিদা পূরণ করতে পারে এজন্য পরিকল্পনা প্রণয়নে আমাদের কৃতবিদ্য শিক্ষক ও গবেষকগণ যথাযথ ভূমিকা রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি তার বক্তব্যে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে বিদ্যমান অবকাঠামোর উন্নয়নসহ নতুন অবকাঠামোর চাহিদা পূরণেও সরকারের পরিকল্পনার কথা উল্লেখ করেন।
সভায় বক্তারা বলেন, শিক্ষা এমন একটি ক্ষেত্র যার পরিকল্পনা ও উন্নয়নে প্রয়োজন শিক্ষা সংশ্লিষ্ট অভিজ্ঞজন। শিক্ষকতা ও বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিচালনায় যোগ্য লোককে নিয়োগের মাধ্যমে শিক্ষা খাতকে এগিয়ে নিতে হবে।
পরে উন্মুক্ত মতবিনিময় পর্বে পেশাগত বিভিন্ন বিষয়ে সহযোগিতার জন্য শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারীর মনোযোগ আকর্ষণ করা হলে তিনি সে বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ ও যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে রাবি উপউপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপউপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, এবং কোষাধ্যক্ষ প্রফেসর মো. মতিয়ার রহমান উপস্থিত ছিলেন।