ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রধান শিক্ষকের

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফরিদপুর | 2024-11-21 17:32:45

ফরিদপুরের সালথায় স্কুলে যাওয়ার পথে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মো. এসকেন্দার আলী (৫৫) নামে এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে গুরুতর আহত আবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনায় মিজানুর রহমান নামে আরেক সহকারি শিক্ষক আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিহত এসকেন্দার সালথা উপজেলার আটঘর ইউনিয়নের খোয়ার গ্রামের মৃত রশিদ ফকিরের ছেলে ও গোয়ালপাড়া সরকারি প্রাথামিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

আহত গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, প্রধান শিক্ষক এসকেন্দার আলী ফরিদপুর শহরের বাসায় বসবাস করেন। আমিও শহরে থাকি। সেখান থেকে আমরা প্রতিদিন মোটরসাইকেল যোগে স্কুলে যাওয়া-আসা করি। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ফরিদপুর শহরের বাসা থেকে প্রধান শিক্ষক এসকেন্দার আলী আর আমি মোটরসাইকেল করে স্কুলে আসতেছিলাম।

পথে কানাইপুর ইউনিয়নের রামখন্ড মোড়ে গ্রামের ভেতরের একটি সড়ক দিয়ে আসা আরেকটি মোটর সাইকেলের সাথে আমাদের মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে প্রধান শিক্ষক মাথায় প্রচন্ড আঘাত পান। আমি সামান্য আহত হই। পরে তাকে উদ্ধার করে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেলে স্থানান্তর করেন। পরে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সালথা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. মাইনুল ইসলাম।

Related News