চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে সজনী খাতুন (৩৬) নামের এক নারী মাদক কারবারি আটক হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ২টার দিকে সদর উপজেলার বোয়ালমারি গ্রাম থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।
এসময় আটকৃত সজনীর ঘর থেকে ১ হাজার ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার হয়। আটক সজনী খাতুন বোয়ালমারি গ্রামের তারেক আজিজ ওরফে ক্যাপ্টেনের স্ত্রী।
অভিযান সূত্রে জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ও ৫৫ পদাতিক ডিভিশনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আমিনুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর ১৬ জন সদস্যের একটি টিম বোয়ালমারি গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় গ্রামের আব্দুল মান্নানের ছেলে তারেক আজিজের বাড়িতে সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত হন। অভিযানের বিষয়টি টের পেয়ে আগেই পালিয়ে যান তারেক আজিজ।
পরে তার স্ত্রী সাজনী খাতুনকে আটক করা হয়। এসময় তার স্বীকারোক্তীতে ঘরে তল্লাশি চালিয়ে ১ হাজার ৩৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক সজনী খাতুন ও তার স্বামী তারেক আজিজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলাসহ সজনী খাতুনকে চুয়াডাঙ্গা সদর থানায় সোপর্দ করা হয়েছে।