মানিকগঞ্জে স্বপন হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মানিকগঞ্জ | 2024-11-22 11:00:54

মানিকগঞ্জের ঘিওর উপজেলার চাঞ্চল্যকর স্বপন মিয়া হত্যা মামলার প্রধান আসামি মো. বিল্লাল মিয়া (৩৫)'কে গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (২২ নভেম্বর) সকাল ১০টার দিকে মানিকগঞ্জ র‍্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার হওয়া বিল্লাল হোসেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার গোলাপনগর এলাকার মৃত রুপচান মোল্লার ছেলে। ভোরে ঢাকা মহানগরীর বিমানবন্দর থানাধীন হাজী ক‌্যাম্প রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদ ও এজাহারের বিবরণ মাধ্যমের বরাত দিয়ে র‍্যাব জানান, ভিকটিমের সাথে বিবাদী বিল্লাল মিয়ার বসত বাড়ির জায়গা জমি নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। বিবাদীদের সাথে উক্ত জমি-জমার বিরোধ নিয়ে স্থানীয়ভাবে শালিশে সিদ্ধান্ত হয় যে, ভিকটিমের বাড়ির সামনে ভিকটিমের চাচা মো. ফানু মিয়া (৬৫) এর বাড়ির পাশের ডোবা বিবাদীরা ভরাট করে দিবে। এরই প্রেক্ষিতে বিবাদীরা ভিকটিমের চাচার বাড়ির পাশের ডোবা ভরাট করতেছিল।

বিবাদীরা ডোবা ভরাট করার সময় নিচে ময়লা আবর্জনা ও বিভিন্ন বাশ, কাঠের গোড়ালী দিয়ে মাটি ভরাট করছিল। গত মঙ্গলবার বিকেলে ভিকটিমের মা বাড়িতে থাকাকালীন সময়ে ঘিওর থানাধীন গোলাপনগর সাকিনস্থ ভিকটিমের চাচার বসত বাড়ির পাশে ফাঁকা জায়গায় ভিকটিমের চাচা এগিয়ে গিয়ে বিবাদীদের ময়লা আবর্জনা ও বিভিন্ন বাশ কাঠের গোড়ালী দিয়ে মাটি ভরাট করতে বাধা দিলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।

গালিগালাজ শুনে ভিকটিমের বড় ভাইয়ের বউ জহরা (৩২) এসে বিবাদীদের গালিগালাজ করতে নিষেধ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে ভিকটিমের চাচা ও ভাবীকে মারধর শুরু করে। ভিকটিম হৈ চৈ শুনে ঘটনাস্থলে গেলে প্রধান হত্যাকারী মো. বিল্লাল মিয়া তার অন্যান্য সহযোগী রফিক , জাহানারা, মোঃ মনিকা সহ অজ্ঞাতনামা ০৩/০৪ জন সহযোগীরা পূর্ব পরিকল্পিত ভাবে হাসুয়া দা, লোহার রড, লাঠিসোটা সহ বিভিন্ন দেশিয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে উপর্যুপরি এলোপাথারী মারপিট করে ভিকটিমের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

Related News