অবশেষে যানজট মুক্ত হচ্ছে নওগাঁ শহর

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নওগাঁ | 2024-11-23 15:52:41

অবশেষে নওগাঁ শহরের যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে জেলা প্রশাসন, পুলিশ, পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক-শ্রমিকদের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান শুরু হয়েছে। এতে শহরে শৃঙ্খলা ফেরার পাশাপাশি যানজট কমবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা।

গত বৃহস্পতিবার (২১ নভেম্বর) থেকে কার্যক্রম শুরু করেছে প্রশাসন। শহরে প্রবেশের প্রধান ৮টি মোড়ে অবৈধ যানবাহনে চলছে পুলিশি তল্লাসী।

নওগাঁ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খাঁন জানান, শহরের সরিষা হাটির মোড় হয়ে বাটার মোড় থেকে লিটন ব্রিজ এলাকায় যেতে যানজটের কারণে আধা ঘণ্টা সময় লেগে যায়। অথচ এই সামান্য অংশটুকু যেতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগার কথা। বহু বছর পার হলেও যানজট ও শহরের শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এমন উদ্যোগ নিঃসন্দেহে হাফ ছেড়ে বেঁচে থাকার মতো। যানজটে নষ্ট হওয়া কর্মঘণ্টা যত বেঁচে যাবে দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও বেগবান হবে। তাই এমন কর্মকাণ্ডের ধারাবাহিকতা অব্যাহত রাখতে তিনি সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন।

জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আফজাল হোসেন জানান, শহরের প্রবেশদ্বার তাজের মোড়, কালীতলা, পাটালীর মোড়, ইদুর বটতলী, বিজিবি ব্রিজ, শিবপুর ব্রিজ, বরুনকান্দি ও আব্দুল জলিল শিশু পার্ক মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। চেক পোষ্টগুলোতে ২ জন পুলিশ সদস্য, ২ জন ছাত্র সমন্বয়ক, ৪ জন রোভার স্কাউট সদস্য ও ২ জন রিকশা মালিক শ্রমিক প্রতিনিধিসহ মোট ১২ জন করে কাজ করছেন। প্রতিটি মোড়ে অনিবন্ধিত যানবাহনগুলো চেক করা হচ্ছে। বৈধ কাগজপত্রাদি না থাকলে সেই সব যানবাহনগুলোর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ব্যাটারী চালিত রিকশা ও টমটমগুলোকে শহরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। এতে করে শহরের অভ্যন্তরীণ যানজট অনেকাংশই কমেছে।

নওগাঁ পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকারের উপ পরিচালক টি. এম. এ মমিন জানান, শহরে বৈধ যানবাহনের সংখ্যা ৪হাজার। কিন্তু প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০ হাজার রিকশা ও ব্যাটারিচালিত বিভিন্ন যানবাহন শহরে প্রবেশ করে। এতে তীব্র যানজটের সৃষ্টির মাধ্যমে জনজীবনে চরম ভোগান্তি তৈরি হয়। এই দুর্ভোগ কমাতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল ও পুলিশ সুপার কুতুব উদ্দিনের দিক নির্দেশনায় যানবাহন নিয়ন্ত্রণসহ বিশেষ অভিযানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বৈধ চালকদের চিহ্নিত করতে তাদের মাঝে পরিধেয় বিশেষ ধরনের জ্যাকেট প্রদান করা হচ্ছে বলেও জানান তিনি। এতে করে শহরবাসীসহ অন্যান্য স্থান থেকে আসা পথচারীরা শহরের ভিতরে তেমন একটা যানজটের শিকার হবেন না।

পুলিশ সুপার কুতুব উদ্দিন জানান, নওগাঁর দীর্ঘদিনের প্রধান সমস্যা হচ্ছে যানজট। যানজট বর্তমানে শহরবাসীসহ চলাচলকারীদের গলার কাটায় পরিণত হয়েছে। পরিকল্পিতভাবে এই সমস্যা দূর করতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের উদ্যোগে এবং পৌর কর্তৃপক্ষ ও রিকশা মালিক শ্রমিক নেতাদের সমন্বয়ে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন স্টেক হোল্ডারদের পরামর্শ নিয়ে একটি কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সবার সার্বিক সহযোগিতা নিয়ে সেই পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু করা হয়েছে। ইতিমধ্যেই শহরবাসীসহ চলাচলকারীরা সুফল পেতেও শুরু করেছে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, অভিযানের ধারাবাহিকতা সফলভাবে বাস্তবায়ন হলে শহরের শৃঙ্খলা ফেরার সঙ্গে যানজট মুক্ত হবে তিলোত্তমা শহর নওগাঁ। এমন কর্মকাণ্ড সুষ্ঠ ও সুন্দর ভাবে পরিচালানা করতে হলে প্রশাসনের পাশাপাশি শহরবাসীসহ সকল শ্রেণিপেশার মানুষদের সার্বিক সহযোগিতা অব্যাহত রাখতে হবে। সর্বপ্রথমে সবাইকে নিয়ম ও আইনকে শ্রদ্ধার সঙ্গে মানতে হবে। বর্তমানে সড়কের নিয়ম আর আইন ভাঙ্গাকেই আমরা ক্রেডিট মনে করি। এমন রেওয়াজ থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। তবেই আমরা নওগাঁকে একটি যানজট ও দূষণমুক্ত নগরী হিসেবে গড়ে তুলতে সক্ষম হবো। নওগাঁকে একটি শান্তিপূর্ণ, সুন্দর ও ছিমছাম জেলা হিসেবে বিনির্মাণ করতে প্রশাসনের এমন কর্মকাণ্ড আগামীতেও অব্যাহত রাখা হবে বলে তিনি জানান।

Related News