২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১০, ভর্তি ৮৮৬

, জাতীয়

স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম | 2024-11-23 18:26:18

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৬ জন।

শনিবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩৭৩ জন এবং বাকিরা ঢাকার বাইরের।

ঢাকার রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ২০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পেোরেশনের ১৬৭জন আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছেন। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় যারা নতুন করে আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে ২১-৩০ বছর বয়সী ব্যক্তির সংখ্যা সবচেয়ে বেশি। 

এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৩৮ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৫ হাজার ৭১২ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৮১ হাজার ৪৫৬ জন। মারা গেছে ৪৪৮ জন।

Related News