মানিকগঞ্জের সাটুরিয়ায় একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় পেট্রোল পাম্পের পাশের একটি পোলট্রি ফার্মেও আগুন লেগে যায়। অগ্নিকাণ্ডের এ ঘটনায় পেট্রোল পাম্প ও পোল্ট্রি ফার্মের চার হাজার বয়লার মুরগির বাচ্চা আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় সাটুরিয়া উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের হরগজ বাসস্ট্যান্ডের অদুরে কৃষ্টপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় আতাউর রহমান নামের এক ব্যক্তি আহত হয়।
আহত আতাউর মিনি পাম্পের মালিক মুখছেদের ভাতিজা। সে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার কিছু সময় পূর্বে রাস্তার পাশে গড়ে উঠা একটি মিনি পেট্রোল পাম্পে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে যায়। এসময় পাম্পের পাশের একটি পোল্ট্রি ফার্ম ও একটি মোটরসাইকেলে আগুন ধরে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তেলের পাম্প, একটি মোটরসাইকেল ও পাশের মুরগির ফার্মের ৪ হাজার বয়লার মুরগির বাচ্চা পুড়ে যায়।
এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে মিনি পাম্পে মোটরসাইকেলে তেল দেওয়ার সময় বৈদ্যুতিক সট সাকির্টের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।