দেশে বলপূর্বক গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কোনো সুপারিশের ভিত্তিতে দেশের কোনো নিরাপত্তা বাহিনী তাদের কোনো কর্মকর্তা ও সদস্যকে বরখাস্ত করেনি।
রোববার (২৪ নভেম্বর) গুম বিষয়ক তদন্ত কমিশনের প্রধান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আমাদের সুপারিশের ভিত্তিতে দেশের নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যকে বরখাস্ত করা হয়েছে এ তথ্যটি মিথ্যা। এটি একটি ভুয়া খবর। বেশ কয়েকটি টিভি চ্যানেল এটি নিয়ে ভুল সংবাদ প্রচার করছে।'
আমরা আশা করি, টিভি চ্যানেলগুলো তথ্যটি সংশোধন করে প্রচার করবে।