তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আহত ৩৫

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-11-25 17:11:23

যাত্রাবাড়ীতে তিন কলেজের রক্তক্ষয়ী সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছেন। এর মধ্যে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থী পেটে গুলিবিদ্ধ হয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) দুপুর থেকে তাদের আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক এই তথ্য নিশ্চিত করেছেন।

আহতরা হলেন, সোহরাওয়ার্দী কলেজের রাজীব (১৯), শাহেদুল (২০), আশিকুল (২১), সাইদুল ইসলাম (১৯), অনয় (২১), রাজীব (২৪), আব্দুর রহমান (২০), সম্রাট (১৮), জয় (১৮)। কবি নজরুল সরকারি কলেজের অনুপম দাস (২৩), রানা (২০), সুমন (২২), মারুফ (১৯), হাসিনুর (১৯),  আরাফাত (১৯), সিফাত (১৮), জুয়েল ইসলাম (২২), জাহেদুল (২১), আসিফ মাহমুদ (১৮), মারুফ (২২), সাকির (১৯), জুবায়ের রহমান সাজ্জাদ(১৯), রোহান (১৯), সৈকত (১৯), জারিফ(১৮), নাঈম (২২)।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের নাফি (বুলেট বিদ্ধ), ইনতিয়াক(২২); ইম্পেরিয়াল কলেজ হাতিরঝিল শাখার হুমায়ুন (২০); সলিমুল্লাহ কলেজের রুমান (১৯), নোমান (২০); দোলাইপাড় কলেজের তাসরিফ (১৮); ব্রাইট স্কুলের মাহিম হোসেন (১৫); রাজারবাগ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের আরাফাত (১৯)

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন,যাত্রাবাড়ী থেকে আহত অবস্থায় অন্তত ৩৫ জনকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী মাথায় এবং নাকে মুখে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া নাকি নামে মাহবুবুর রহমান মোল্লা কলেজের এক শিক্ষার্থীর পেটে গুলি লেগেছে তার অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন চিকিৎসক।

Related News