লোনের প্রলোভনে লক্ষাধিক টাকা হাতিয়ে নেন সাইফুল

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী | 2024-11-25 20:25:19

নীলফামারীর কিশোরগঞ্জে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন পরিচালনা করে গ্রামঅঞ্চলের সাধারণ মানুষকে বিনা সুদে লোন দেওয়ার প্রলোভনে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম নামে এক ব্যাক্তির বিরুদ্ধে।

তিনি রনচন্ডী ইউনিয়নের বড়ভিটা এলাকার জলিল মাষ্টারের ছেলে ও রনচন্ডী স্কুল এন্ড কলেজের প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

বিভিন্ন এলাকা ঘুরে জানা যায়, সাইফুল ইসলাম উপজেলার বড়ভিটা বাজারে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে একটি অফিস খুলেন। সেখানে তিনি সাধারণ মানুষকে সর্বনিম্ন এক লক্ষ টাকা থেকে এক কোটি টাকা লোন দেওয়ার কথা বলে বিভিন্ন এলাকায় কাজ করার জন্য মাঠকর্মী নিয়োগ দেন। মাঠকর্মীরা বিভিন্ন এলাকা ঘুরে লোন দেওয়ার কথা বলে একটি ফরম পূরণ করেন। সেসময়ে তারা ফরম পূরণ করাতে সাধারণ মানুষের কাজ থেকে একশত করে টাকা নেন। পরে তারা সেই টাকা সাইফুলের কাছে জমা করেন।

আরও জানা যায়, বিভিন্ন এলাকা ঘুরে সাধারণ মানুষের কাছে একশত টাকা নিয়ে ফরম পূরণ করিয়ে তাদের ঢাকায় মহাসম্মেলন যোগ দেওয়ার কথা বলেন। তারা জানান ঢাকায় মহাসম্মেলন হওয়ার পরে বিদেশে পাচার হওয়া সকল টাকা ফেরত আসবে তারপর তারা এসব ফরম পূরণ করা সাধারণ মানুষকে লোন দিবেন।

একাধিক ভুক্তভোগী জানান, গ্রামের সাধারণ মানুষকে এসব প্রলোভনে দেখিয়ে ফরম পূরণ করে তাদের থেকে একশত করে টাকা নেয়৷ পরে মাঠকর্মীরা তাদের এক কেজি আটা দেওয়ার কথা বলে তাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি নিয়ে যায়।

এবিষয়ে উত্তর দুরাকুটি এলাকার বাসিন্দা ও অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ মাঠকর্মী জাহানারা বেগম জানায়, আমরা সাইফুল সাহেবের অধীনে কাজ করেছি। তিনি আমাদের নিয়ে মিটিং করেছিলেন সেসময়ে তিনি বলেছেন সাধারণ মানুষকে বিনা সুদে এক লক্ষ টাকা থেকে শুরু করে এক কোটি টাকা পর্যন্ত লোন দিবেন। আমরা সে অনুযায়ী বিভিন্ন এলাকা ঘুরে ফরম পূরণ করছি ও যারা ফরম পূরণ করছেন তাদের থেকে একশত করে টাকা নিচ্ছি। আমরা এই টাকা সাইফুলের কাছে জমা করব তিনি আবার এখান থেকে আমাদের মাসের কিছু টাকা বেতন দিতেন।

এবিষয়ে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সাইফুল ইসলাম বলেন, আমি কারো কাছে কোন টাকা পয়সা নেইনি। এসব বানোয়াট কথা বলে কল কেটে দেন।

স্থানীয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এবিষয়ে আমার জানা নেই। তবে কেউ এবিষয়ে লিখিত অভিযোগ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related News