কাজ না করলে চাকরি থাকবে না, চসিকের মেয়রের হুঁশিয়ারি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-11-25 21:03:23

চট্টগ্রামের সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা ঠিকমত কাজ না করলে চাকরি থাকবে না বলে হুশিয়ারি দিয়েছেন মেয়র শাহাদাত হোসেন। 

সোমবার (২৫ নভেম্বর) জামালখান ওয়ার্ডে পরিদর্শনকালে কিছু কিছু জায়গায় অপরিস্কার-অপরিচ্ছন্ন দেখে এই হুঁশিয়ারি দেন মেয়র। পরে ওয়ার্ডের সুপারভাইজারকে ওই জায়গা পরিস্কার-পরিচ্ছন্ন করতে দুই দিনের সময় দেন। আর দুই দিনের মধ্যে শেষ করতে না পারলে চাকরি চলে যাওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।

পরিদর্শনকালে তিনি আরও বলেন, আমরা মনিটরিংয়ের মধ্যে আছি এবং সেটা সবসময় থাকবে। আমি প্রতিটি ওয়ার্ডে যাব। কাজ না করলে চাকরি থাকবে না। নগরের ৪১টি ওয়ার্ডে কোন জনদুর্ভোগ দেখলে; সেটা রাস্তা হোক, ময়লা হোক, ডাস্টবিন হোক, মশা হোক বা অন্য কিছু হোক আপনার আমাকে জানাবেন। আমি অবশ্যই ব্যবস্থা নিব।

মেয়র সুপারভাইজারকে বলেন, আপনাকে দুদিনের সময় দিচ্ছি। দুদিনের মধ্যে পরিস্কার করতে হবে। আর না হয় আপনার চাকরি চলে যেতে পারে। আমি স্থায়ী-অস্থায়ী দেখবো না, আমার কাজ দরকার।

এসময় মেয়র পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের এলাকাবাসীর সামনে ডেকে নিয়ে উপস্থিত বাসিন্দাদের কাছ থেকে জিজ্ঞেস করেন তারা আসলেই কাজ করেন কি না। উপস্থিত বাসিন্দারাও যাদের মাঠে দেখেন না তাদের বিরুদ্ধে অভিযোগ জানান মেয়রকে।

পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমি, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ শরফুল ইসলাম মাহি, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ) সহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা।

Related News