অর্থ অভাবে চিকিৎসা হচ্ছে না শিক্ষার্থী আনহার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী | 2024-11-25 21:52:19

নীলফামারীতে অর্থ অভাবে চিকিৎসা হচ্ছে না সপ্তম শ্রেণির শিক্ষার্থী রুকাইয়া রহমান আনহার। সে লিম্ফোমা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আনহা সদরের মাষ্টার পাড়া এলাকার আনিছুর রহমানের দ্বিতীয় সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, আনহা নীলফামারী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী।ভালোভাবে চলছিলো আনহার জীবন। হঠাৎ সে একদিন অসুস্থ হয়ে পডেন।পরে পরিবারের লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানায় তিনি লিম্ফোমা ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছেন। এটি একটি বিরল রোগ। চিকিৎসক আনহার ক্যান্সার প্রতিরোধে ছয়টি কেমোথেরাপি দেওয়ার নির্দেশনা দিয়েছেন, ইতোমধ্যে দুটি কেমোথেরাপি দেয়া হয়েছে তাকে। এছাড়া বোন ম্যারো ট্রান্সপ্লেট করতে হবে তার। এজন্য ২৫লাখ টাকা প্রয়োজন শিশু আনহার চিকিৎসার জন্য। বিভিন্ন সহযোগীতায় ১৭ লাখ টাকা সংগ্রহ হলেও এখনো প্রয়োজন ৮ লাখ টাকার। কেমোথেরাপি শেষ হওয়ার পর পরই তার অপারেশন করতে হবে।

এবিষয়ে বড় বোন আরনাজ রিফাত আরনি বলেন, যে বয়সে তার সুস্থ থেকে খেলাধুলা করার কথা সে বয়সে আমার বোন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা পরিবারের চেষ্টায় তাকে চিকিৎসা করাচ্ছি। সে এখন উন্নত চিকিৎসার জন্য ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ক্যান্সারটি বোন ম্যারো থেকে ছড়িয়েছে। সেজন্য বোন ম্যারো ট্রান্সপ্লেট করতে হবে। অপারেশন করা না হলে ভবিষ্যতে ক্যান্সার আবারো ছড়াতে পারে। আমাদের পরিবারের অসচ্ছলতার কারনে আমরা তার চিকিৎসা করতে পারছি না। পরিবারের পক্ষ থেকে সমাজের সকলের প্রতি আমাদের সহায়তা করার আকুল আবেদন জানাচ্ছি। সকলে সহায়তা করতে আমার বোন সুস্থ হয়ে বাড়িতে ফিরবে।

Related News