বগুড়ায় গরু চুরি করতে এসে গণপিটুনিতে নিহত ১

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম,বগুড়া | 2024-11-27 11:50:08

বগুড়ার কাহালুতে গরু চুরি করতে এসে গণপিটুনিতে অজ্ঞাত (৪০) এক ব্যক্তি নিহত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর)দিবাগত রাত দেড়টার দিকে কাহালু থানার নারহট্ট ইউনিয়নের বোরাইল গ্রামে এঘটনা ঘটে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, বোরাইল গ্রামের মতিউর রহমানের বাড়ির গোয়ার ঘরে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ৫-৭ জন চোর গরু চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করে। গরু চুরি ঠেকাতে মতিউর রহমানের ছেলে নুর আলম গোয়াল ঘরের পিছনে পাহারা দিচ্ছিলেন। চোর প্রবেশ করার বিষয়টি তিনি টের পেয়ে চিৎকার দেয়। এসময় চোরের দল গোয়াল ঘর থেকে বের হয় নুর আলমকে মারধর শুরু করে। এদিকে গ্রামের লোকজন গরু চুরির ঘটনাটি জানতে পেরে বের হয়ে আসে এবং চোরের দলকে ধাওয়া করে। পরে গ্রামের মাঠের মধ্যে একজনকে ধরে ফেলে এবং গণপিটুনি দিলে ঘটনাস্থলেই মারা যায়।

ওসি জানান, গরু চুরি করতে আসা অজ্ঞাত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে।

Related News