পটুয়াখালীর কলাপাড়ায় খাবারে চেতনানাশক ওষুধ মিশিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের গামুরতলা গ্রামের মিজানুর ঘরামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
মিজানুরের স্ত্রী জানান, রাতের খাবার খেয়ে পরিবারের সবাই অজ্ঞান হয়ে পড়েন। পরে তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়। অসুস্থদের মধ্যে মিজানুর (৩৮), তার ৯০ বছরের শ্বশুর হামিদ, ৬০ বছরের শাশুড়ি খাদিজা, ২৩ বছরের ভায়রার মেয়ে মারুফা এবং ১১ বছরের ছেলে জিহাদ।
মিজানুরের বাড়িতে বেড়াতে আসা স্বজন মারুফা জানান, খাবার খাওয়ার কিছু সময় পরই তারা ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে তিনি এবং তার নানি খাবার খাওয়ার পর অজ্ঞান হয়ে পড়েন। সকালে প্রতিবেশীরা এসে ঘরের দরজা খোলা এবং ঘরের সবকিছু এলোমেলো দেখেন।
কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ মো. জুয়েল বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।