কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অবস্থিত ১২০০ মেগাওয়াট কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি দীর্ঘ এক মাস কয়লা সংকটে বন্ধ থাকার পর ৩১ দিন পর কয়লা নিয়ে ভিড়ল একটি জাহাজ।
বুধবার (২৭ নভেম্বর) সকালে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব জেটিতে পানামার পতাকাবাহী জাহাজ 'ডেকল্যান ডাফ' ভিড়েছে, যা নিয়ে এসেছে ৬৯ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা।
মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হক জানান, ‘কয়লা সংকটের কারণে গত ৩১ দিন কেন্দ্র বন্ধ ছিল, তবে এ সময়ের মধ্যে আমরা ইউনিটগুলোর মেইন্টেনেন্স কাজ শেষ করে ইন্দোনেশিয়া থেকে কয়লা আনার ব্যবস্থা করতে সক্ষম হয়েছি। খুব শিগগিরই আমরা বিদ্যুৎ উৎপাদনে ফিরবো।’