‘দেশের প্রাণ ও ফুসফুস হচ্ছে কৃষক’

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গৌরীপুর (ময়মনসিংহ) | 2024-11-28 15:01:39

বাংলাদেশের প্রাণ ও ফুসফুস হচ্ছে কৃষক বলে মন্তব্য করেছেন ময়মসিংহের গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি অফিস সভাকক্ষে বোরো মৌসুমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার ধানবীজ বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

মো. শাকিল আহমেদ বলেন, আমরা যেকোন সংকট, পরিবর্তিত পরিস্থিতি কৃষক ভাইদের জন্য মোকাবিল করি। দেশের অর্থনৈতিক বিপর্যয় যখন হয়। তখন কৃষি আমাদের অর্থনীতি টিকিয়ে রাখে।

কৃষকরা কিন্তু এক ধরণের বিজ্ঞানীও বলে উল্লেখ করে তিনি বলেন, আমাদের কৃষকরা অনেক ধানের জাত নিজেরা উৎপাদন করেছেন। দেশের এক কৃষক হরিপদ ভাই ধান বাছাই করে হরিধান আবিষ্কার করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি বলেন, ধান ও শস্য উৎপাদনে আমরা স্বয়ংসম্পূর্ণ। তার পরেও কিন্তু আমাদের ধান উৎপাদন কমানো যাবে না। চলমান উৎপাদন ঠিক রেখে উৎপাদন আরও বাড়াতে হবে। আজকে প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ৬০০ জনকে ধানবীজ দেওয়া হয়েছে।

উপজেলা উপসহকারি কৃষি অফিসার খাবিরুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাকিবুল হাসান, আনিসুর রহমান, উপজেলা উপসহকারি কৃষি অফিসার শরীফুল ইসলাম প্রমুখ।

Related News