পটুয়াখালীতে কৃষক বাজারে গরু মাংসের কম্বো প্যাকেজ, স্বস্তিতে ক্রেতারা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2024-11-29 15:57:44

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এবার কৃষক বাজারে চালু হলো গরুর মাংসের কম্বো প্যাকেজ। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল থেকে পৌর শহরের ভলিবল খেলার মাঠের কৃষক বাজারে এ প্যাকেজ চালুর খবর ছড়িয়ে পড়তেই ক্রেতাদের ভিড় বাড়তে থাকে।

এ প্যাকেজে ২০০ গ্রাম গরুর মাংস, তিনটি আলু ও তিনটি কাঁচা মরিচের মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ২০০ টাকা। আর ৫০০ গ্রাম গরুর মাংসের জন্য ক্রেতাদের গুনতে হচ্ছে ৩২৫ টাকা। স্বল্প মূল্যের এই প্যাকেজ চালু করায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি দেখা গেছে।

উপজেলা প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “আমরা কলাপাড়াবাসী” এর উদ্যোগে গত শনিবার থেকে খাজনামুক্ত এই কৃষক বাজার চালু করা হয়। এখানে সরাসরি কৃষকদের কাছ থেকে পণ্য কিনতে পারায় বিক্রেতারা যেমন ন্যায্য মূল্য পাচ্ছেন, তেমনি ক্রেতারা নির্ভরযোগ্য দামে মানসম্মত পণ্য পাচ্ছেন।

মহিউদ্দিন নামে এক ক্রেতা বলেন, “কম দামে এই ধরনের প্যাকেজ পেয়ে আমরা খুবই খুশি। গরুর মাংসের সঙ্গে সবজি যুক্ত হওয়ায় এটা আমাদের জন্য দারুণ সুবিধা।”

সাবিনা আক্তার নামে আরেকজন জানান, “বাজারে সাধারণত এই দামে গরুর মাংস পাওয়া যায় না। তাই আমরা অনেকটাই উপকৃত হয়েছি।"

এ বাজারে উপস্থিত বিক্রেতা রফিকুল ইসলাম বলেন, “খাজনামুক্ত বাজার হওয়ায় আমরা ভালো দামে পণ্য বিক্রি করতে পারছি। এমন উদ্যোগ আমাদের জন্য অনেক সহায়ক।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, “এ ধরনের উদ্যোগ সাধারণ ক্রেতা ও কৃষকদের জন্য উপকারী। আমরা বাজারের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করছি।”

পটুয়াখালীর এই কৃষক বাজারে গরুর মাংসের কম্বো প্যাকেজ চালুর উদ্যোগটি ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য প্রশংসনীয়। এই বাজারটি একটি উদাহরণ হয়ে থাকবে কিভাবে স্বল্প খরচে সাধারণ মানুষের চাহিদা পূরণ করা যায়।

Related News