লুট হওয়ার একদিন পর মাঠ থেকে টিসিবির ২৯ বস্তা ডাল উদ্ধার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট বার্তা২৪.কম, ময়মনসিংহ | 2024-11-29 17:17:35

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরিষা ইউনিয়ন পরিষদের কক্ষের দরজা-জানালা ভেঙে লুট হওয়ার একদিন পর খোলা মাঠে টিসিবির ২৯ বস্তা ডাল ফেলে গেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৩০ নভেম্বর) সকালে ইউনিয়ন পরিষদের কাছে একটি খোলা মাঠে ডালের বস্তা গুলো পাওয়া যায়।

বৃহস্পতিবার রাতের কোনো এক সময় বস্তাগুলো রেখে যাওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ গিয়ে ডালের বস্তা গুলো উদ্ধার করে।

ডিলারের অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার সরিষা ইউনিয়নের ৭৮৫ জন উপকারভোগীর জন্য টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল বরাদ্দ দেওয়া হয়। ডালগুলো বুধবার রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসে পৌঁছায়। এরপর পরিষদের পরিত্যক্ত একটি ভবনে আসোম উদ্দিন (৬৫) নামের এক গ্রামপুলিশ সদস্যের মাধ্যমে রাখা হয়। কিন্তু রাতেই ডালের বস্তা গুলো দরজা-জানালা ভেঙে লুট হয়ে যায়। বিষয়টি নিয়ে ডিলার বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও থানায় লিখিত অভিযোগ দেন।

টিসিবি ডিলার মো. সোহাগ বলেন, আজ সকালে খবর পাই ইউনিয়ন পরিষদের ২০০ গজ দূরে ডালের বস্তা ফেলে গেছে দুর্বৃত্তরা। ২৯ বস্তা ডাল পেলেও ২ বস্তা পাওয়া যায়নি।

আঠারবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. আরাফাত বলেন, আজ ভোর সাড়ে ৬টার দিকে অবসরপ্রাপ্ত গ্রাম পুলিশ সদস্য খবর দেন পরিষদের কাছেই গিয়াস উদ্দিন নামে এক ব্যক্তির পুকুরের পাশে জমিতে ডালের বস্তা পাওয়া গেছে। পরে আমরা পৌনে ৮ টার দিকে ঘটনাস্থলে গিয়ে ২৯ বস্তা ডাল জব্দ করি। পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Related News