ইসকন নিষিদ্ধের দাবিতে ফেনীতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ফেনী | 2024-11-29 17:58:19

ইসকনকে উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে মসজিদে হামলা ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে ফেনীর তৌহিদী জনতা।

শুক্রবার (২৯ নভেম্বর) বাদ জুমআ শহরের জহিরিয়া মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে কেন্দ্রীয় বড় মসজিদ, কোর্ট জামে মসজিদসহ আশেপাশের মসজিদের মুসল্লীরা যোগ দেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ট্রাংক রোড কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে মিলিত হয়।

মিছিলে 'সাবিলুল্লাহ সাবিলুল্লাহ আল জিহাদ আল জিহাদ', 'নারায়ে তাকবীর আল্লাহু আকবার', 'ইসকনকে নিষিদ্ধ কর, করতে হবে করতে হবে' এমন নানা স্লোগান দেন তৌহিদী জনতা।

সমাবেশে বক্তারা বলেন, বিগত সরকার আলেমদের অত্যাচার করেছে, নির্যাতন করেছে। তবে তারা ইসকনকে লালন করেছে। ইসকন সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত করে মসজিদে হামলা করছে, আইনজীবীকে হত্যা করেছে। তাদের অবিলম্বে নিষিদ্ধ করার দাবি জানান তারা।

তারা বলেন, ইসকনকে নিষিদ্ধ না করলে তৌহিদী জনতার আন্দোলন আরও বেগবান হবে তখন সরকারকে বেকাদায় পড়তে হবে। সময় থাকতে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানান তারা।

বিক্ষোভ মিছিলে হেফাজত ইসলাম ফেনী জেলার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা অংশ নেন।

Related News