অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তোহিদ হোসেন বলেছেন, আমরা ভারতের সাথে একটা সুসম্পর্ক চাই। ভারত ও বাংলাদেশ সম্পর্ক এগিয়ে যাবে নিজেদের স্বার্থ অনুযায়ী।
সোমবার (২ ডিসেম্বর) বিকেল ৪টায় রাষ্ট্রীয় অতিথিশালা পদ্মায় বিদেশি কূটনীতিকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন তিনি।
তিনি বলেন, ভারতের সাথে গত ৫ আগস্টের আগে ও পরের সম্পর্ক এক নয়। যা কিছু হচ্ছে তা সমাধান করা যায়।