‘আইনজীবী সাইফুল হত্যার বিচার নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে’

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-12-04 15:55:54

আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার নিশ্চিতে রাষ্ট্র সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

বুধবার (৪ ডিসেম্বর) দুপুরে আইনজীবী সাইফুলের গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা গ্রামে তার কবর জিয়ারত শেষে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমরা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের পরিবার, গ্রামবাসী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের দ্বৈত কণ্ঠে বলতে চাই আলিফ বাংলাদেশ বার কাউন্সিলের ৭০ হাজার আইনজীবী পরিবারের সদস্য, তাদের ভাই, বন্ধু ও সহকর্মী, সহযোদ্ধা। বাংলাদেশ বার কাউন্সিল তাদের পরিবারের সদস্য আলিফকে হারিয়ে শোকাহত, মর্মাহত। বাংলাদেশ বার কাউন্সিল আপনাদের কাছে, আলিফের গ্রামবাসীর কাছে, পিতার কাছে, বন্ধু-বান্ধবের কাছে, তার বেড়ে ওঠার সাথীদের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে আলিফের হত্যাকারী প্রকৃত খুনীদের বিচার আমরা করবই।

আমরা বলতে চাই আলিফের হত্যাকারীরা যেই হোক, যতই ক্ষমতাশালী হোক তারা আইনের আওতার বাইরে যেতে পারবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, সর্ব্বোচ্চ ব্যবস্থা নেয়ার জন্য যা যা করণীয় আমরা সেটা করছি। আলিফ আমাদের পরিবারের সদস্য। আলিফ যেমন তার বাবা-বাবার সন্তান, আপনাদের আত্মার আত্মীয়। ঠিক একইভাবে আলিফ আমাদের ভাই, আমাদের সহযোদ্ধা। আলিফ বাংলাদেশকে দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধোত্তর নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আলিফ রাজপথের সহকর্মী ছিলেন। আলিফ নিয়মিত মাটির টানে, শেকড়ের টানে এখানে আসতেন। আমরা আলিফের পরিবারের পাশে থাকব। বাংলাদেশ বার কাউন্সিলের যে কারো কাছে যেকোন সময় আলিফের পরিবারের কেউ যোগাযোগ করলে আরেকটি পরিবার হিসেবে আমরা আপনাদের পাশে থাকব।

এ সময় তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, খুনীরও অধিকার আছে আইনের আশ্রয় নেওয়ার। কাউকে যদি আইনি সহযোগিতা পেতে বাধা দেওয়া হয় সেই বিষয়টি আমরা খতিয়ে দেখব এবং আমরা সে পথেই আগাবো। এ সময় ইসকন নিষিদ্ধের বিষয়টি সরকারের পলিসির বিষয় বলেও উল্লেখ করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট জয়নাল আবেদীন, সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, অর্থ সম্পাদক রেজাউল করিম রেজাসহ কয়েকজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল। এতে আরও উপস্থিত ছিলেন, জেলার সরকারি আইনজীবী (জিপি) এডভোকেট আবুল কাশেম, মহানগর পিপি এডভোকেট মফিজুল হক ভূৃৃঁইয়্যা, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট এনামুল হক, সহ সাধারণ সম্পাদক এডভোকেট কাশেম কামাল, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর সরোয়ার হোসাইন লাভলুসহ আইনজীবী সমিতির নেতৃবৃন্দ ও সিনিয়র আইনজীবীরা।

এদিকে আজ বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে আলিফ হত্যা ও অন্যান্য বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলবেন অ্যাটর্নি জেনারেল। এর আগে তিনি সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। পরে তিনি সড়ক পথে লোহাগাড়ার চুনতির ফারাঙ্গা গ্রামে যান।

Related News