ফটিকছড়িতে লাখো মানুষের সমাগম হবে: সরওয়ার আলমগীর

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-12-06 01:35:16

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এলাকা ফটিকছড়িতে বিএনপির মহাসমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে লাখো মানুষের অধিক সমাগম হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর।

বৃহস্পতিবার (৫ডিসেম্বর) বিকেল ৪টায় সভাস্থল প্রাঙ্গন ফটিকছড়ি কলেজ মাঠে সংবাদ সম্মেলনে করে তিনি এসব কথা জানান।

বিএনপি নেতা সরওয়ার আলমগীর বলেন, শুক্রবার (৬ ডিসেম্বর) স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে বিএনপি উদ্যোগে ফটিকছড়ি সরকারী কলেজ মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। এ সমাবেশে বিএনপি পরিবারের মিলন মেলা হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। আইনশৃঙ্খলা রক্ষায় বিএনপি পরিবারের স্বেচ্ছাসেবকদলসহ পুলিশ প্রশাসন থাকবে।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রে স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তাই বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের দল।

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির এ নেতা বলেন, দেশের ভেতর ও বাহিরে ষড়যন্ত্র চলছে। তাই সম্প্রতি আমাদের দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন । সেই আলোকে অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূস সাহেব ইতিমধ্যে বিএনপিসহ সকল রাজনৈতিক দলের সাথে বসে আলোচনা করে সকল ষড়যন্ত্র মোকাবিলায় একমত প্রকাশ করেছেন ৷ এটি তারেক রহমানের জাতীয় ঐক্যের ডাকের প্রতিফলন । তিনি বিএনপির মহসমাবেশ সফল করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দীন শাহীন, সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম (বি.এ), মহিউদ্দিন আজম তালুকদার, তাহের সিদ্দিকী, এস এম শফিউল আলম প্রমূখ।

Related News