বাংলাদেশের ৭৯ নাবিকসহ ২ ট্রলার নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

, জাতীয়

স্টাফ কারেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-12-10 20:55:36

বঙ্গোপসাগরে খুলনার হিরণ পয়েন্ট এলাকায় মাছ ধরার সময় বাংলাদেশি দুটি মাছ ধরার ট্রলার এফভি লায়লা-২ এবং এফভি মেঘনা-৫ নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। দুটি ট্রলারে ৭৯ জন নাবিক ছিলেন।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে বলে ট্রলারের মালিকপক্ষ এবং নৌপরিবহন অধিদফতর সূত্রে জানা গেছে।

ট্রলার দুটির একটি চট্টগ্রামের এস আর ফিশিং কোম্পানির মালিকানাধীন এবং অন্যটি সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের। এফভি মেঘনা-৫-এ ৩৭ জন এবং এফভি লায়লা-২-এ ৪২ জন নাবিক ছিলেন।

সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন জানান, ভারতীয় কোস্টগার্ড অভিযোগ করেছে যে ট্রলার দুটি বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতীয় জলসীমায় ঢুকে মাছ ধরছিল। তবে ট্রলার এবং নাবিকরা বর্তমানে ভারতীয় নৌবাহিনীর হেফাজতে আছেন এবং নাবিকদের সঙ্গে খারাপ আচরণ করা হচ্ছে না বলে নিশ্চিত হওয়া গেছে।

নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম বলেছেন, বাংলাদেশি ট্রলার দুটি আমাদের সীমানায় মাছ আহরণ করছিল। ভারতীয় কোস্টগার্ড তাদের সীমানা দাবি করে সেগুলো নিয়ে গেছে। এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে নাবিকসহ ট্রলার দুটি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে জব্দ ট্রলারের ক্যাপ্টেন বেতারবার্তার মাধ্যমে মালিকপক্ষকে জানিয়েছেন, নাবিকরা ভালো আছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

Related News