নীলফামারীতে দুই ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী | 2024-12-10 21:50:38

নীলফামারীর কিশোরগঞ্জে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রেখে বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার বড়ভিটা বাজার এলাকায় দুই ঔষধের দোকানে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস এ জরিমানা করেন।

জানা যায়, বড়ভিটা বাজারে মাহমুদ ফার্মেসী ও পল্লী চিকিৎসক ফরাদ মেডিকেল স্টোর নামে দুই ঔষধ ব্যবসায়ী দোকানে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রেখে বিক্রি করতেন। এছাড়াও তারা ঔষধের প্যাকেটে নির্ধারিত দামের থেকে বেশি দাম কলমে লিখে বিক্রি করছিলেন।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)মঈন খান এলিস বলেন, দুই ঔষধ ব্যবসায়ী মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রি ও প্যাকেটে কলম দিয়ে দাম লিখে বেশি টাকায় বিক্রি করছিলেন। এতে অভিযান চালিয়ে দুই ঔষধ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

Related News