বান্দরবানের সাঙ্গু নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, বান্দরবান | 2024-12-11 17:50:46

বান্দরবানের সাঙ্গু নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে জেলা সদরের মধ্যমপাড়া মারমা বাজারের পাশে সাঙ্গু নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়েকজন যুবক সাঙ্গু নদীতে গোসলে নামলে অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান মরদেহ দেখতে পায়। বান্দরবান সদর থানায় খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মো. আবুল হাশেম বলেন, পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

Related News