অবৈধ স্থাপনা উচ্ছেদ, রেলের ৩০ কোটি টাকার জমির উদ্ধার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-12-11 18:52:17

চট্টগ্রাম নগরীর নিউ মার্কেটে অবৈধভাবে দখল করে গড়ে তোলার স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ের ৪০ শতক জায়গা উদ্ধার করা হয়েছে। যার মূল্য প্রায় ত্রিশ কোটি টাকা।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের পুরাতন রেলস্টেশন এলাকায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা। এসময় ১২টি দোকান আর ৫টি বসতঘর গুঁড়িয়ে দেওয়া হয়।

বাংলাদেশ রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা দীপংকর তঞ্চঙ্গ্যা বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ করার পর রেলওয়ের ৪০ শতক ভূমি উদ্ধার হয়েছে যার মূল্য প্রায় ত্রিশ কোটি টাকা। রেলের জায়গা দখল করে দোকান করা হয়েছিল। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদের আগে আমরা তাদের নোটিশ দিয়েছিলাম। তারা রেলের ভূমি ব্যবহারের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেন নি।

তিনি আরও বলেন, চট্টগ্রাম রেলওয়ে নতুন স্টেশনের নিরাপত্তায় সীমানা প্রাচীর বা দেয়াল নির্মাণের জন্য এই স্থাপনাগুলো বাধা হয়েছিলো।

Related News