চট্টগ্রামে বিমান কর্মচারীর মরদেহ উদ্ধার, পূর্ববিরোধের জেরে হত্যার অভিযোগ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-12-12 15:26:34

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর সংলগ্ন লিংকরোড থেকে ওসমান সিকদার নামে সিভিল অ্যাভিয়েশনের এক অফিস সহকারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ওসমান হাটহাজারী উপজেলার বাসিন্দা এবং হেফাজতে ইসলামের সাধারণ সম্পাদক এমরান সিকদারের বড় ভাই। তিনি বিমানবন্দর সংলগ্ন সরকারি কোয়ার্টারে বসবাস করতেন।

পতেঙ্গা থানার ওসি মাহফুজুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহতের ভাই এমরান সিকদার দাবি করেছেন, পূর্ববিরোধের জের ধরে তার ভাইকে হত্যা করা হয়েছে। তিনি জানান, বুধবার রাত ৩টার দিকে ৭-৮ জন ব্যক্তি ওসমানকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তার মরদেহ পাওয়া যায়।

মৃতদেহের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

Related News