ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে, আশা উপদেষ্টা আসিফের

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-12 19:07:28

বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ বলেন, আমরা আশা করি বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত সরকার শেখ হাসিনাকে বাধা দেবে। এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময়ের চুক্তির আওতায় যথাসময়ে তাকে ফেরত দেবে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তেমন একটা প্রকাশ্যে না আসলেও মাঝে–মধ্যে কিছু অডিও ছড়িয়ে পড়ে শেখ হাসিনার নামে। এগুলোতে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করতে শোনা গেছে তাকে।

আদালত এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘উসকানিমূলক বক্তব্য’ প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে।

ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, যে শাসকের বিরুদ্ধে আন্দোলন ছিল, সেই বিতাড়িত শাসককে আশ্রয় দিয়েছে ভারত। তাই মানুষের মনে ক্ষোভ থাকা স্বাভাবিক। তবে দুই দেশই চাইবে সম্পর্ক ভালো হোক। সেটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, জনগণের সাথে জনগণের। কোন ব্যক্তি বা দলের সাথে নয়। ক্ষোভ প্রকাশে আলোচনার পথ তৈরি হয়। ভারতের পররাষ্ট্র সচিবের সফরের মধ্য দিয়ে সম্পর্কটা পুনঃমূল্যায়ণ এবং নতুন যাত্রা শুরুর প্রক্রিয়া শুরু হয়েছে।

Related News