কারা নির্যাতিত বিডিআর পরিবারের আট দাবি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2024-12-13 12:33:32

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিবর্তন করে আগের নাম বাংলাদেশ রাইফেলস পুনঃস্থাপনসহ আট দাবি জানিয়েছেন কারা নির্যাতিত বিডিআর পরিবারের সন্তানেরা।

শুক্রবার (১৩ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি গুলো তুলে ধরা হয়।

বিডিআর কল্যাণ পরিষদের সহযোগিতায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত দাবিগুলো তুলে ধরেন বিডিআর সন্তান মো. আব্দুল্লাহ আল মামুন।

অন্য দাবিগুলো হলো-
১. ফ্যাসিস্ট স্বৈরশাসক শেখ হাসিনার প্রহসনমূলক সকল মামলা ও রায় বাতিল করতে হবে।

২. ১৬ বছর যাবৎ কারাগারে থাকা নির্দোষ সকল বিডিআর সদস্যদের নিঃশর্ত কারামুক্তি দিতে হবে।

৩. হাইকোর্টের রীট অনুযায়ী দ্রুত পুনঃতদন্ত শুরু করতে হবে।

৪. নিরীহ বিডিআরদের রিমান্ডে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদঘাটন করে দোষীদের শাস্তি প্রদান করতে হবে।

৫. সকল বিডিআর সদস্যদের (আনুমানিক ১৮৫২০ জনকে) চাকরিতে পুনর্বহাল করতে হবে।

৬. সকল সেনা শহীদ, বিডিআর শহীদ ও ক্ষতিগ্রস্থ সকল বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ (বেতন, ভাতা ও পেনশন) পূনর্বাসন করতে হবে।

৭. ২৫ ও ২৬ শে ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করতে হবে।

Related News