কর্ণফুলীতে আগুনে পুড়ে ছাই গ্যারেজের ৩৪ যানবাহন

, জাতীয়

স্টাফ কসেরপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-12-13 12:38:15

চট্টগ্রামের কর্ণফুলীর চরপাথরঘাটা এলাকায় একটি গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অটোরিকশা, মোটরসাইকেলসহ ৩৪টি যানবাহন। পাশের একটি মুদির দোকানও আগুনে ভস্মীভূত হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোর সোয়া ৪টার দিকে ১ নম্বর ওয়ার্ডের নুর নবী চেয়ারম্যান বাড়ি এলাকার নুরুল আমিনের গ্যারেজে এই দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, আগুনে প্রায় ৫০ লাখ টাকার সম্পদ ধ্বংস হয়েছে।

কর্ণফুলী মডার্ণ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমরান হোসেন বলেন, ভোর রাতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার ফাইটাররা। ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এর আগেই গ্যারেজে থাকা সব যানবাহন পুড়ে গেছে।

তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্ত করে নির্ধারণ করা হবে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হলেও ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় আশপাশের বসতঘর রক্ষা পেয়েছে।

Related News