বগুড়ায় তুহিন প্লাস্টিক রিসাইক্লিং কারখানা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে শহরের নিশিন্দারা পশ্চিমপাড়া কড়িতলা এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সবকিছু পুড়ে যায়।
ফায়ার সার্ভিস জানায়, তুহিন প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। কারখানার পাশে বসবাস করা বাড়ির মালিক সুলতান আহম্মেদ টের পেয়ে ঘর থেকে বের হয়ে দেখেন আগুল জ্বলছে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে রাত ৩টার দিকে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এর আগেই কারখানায় থাকা পুরাতন প্লাস্টিক, দুটি মেশিন, অন্যান্য কাঁচামাল, প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবপত্রসহ ঘর পুড়ে যায়।
তুহিন প্লাস্টিক রিসাইক্লিং কারখানার মালিক তুহিন মোল্ল্যা জানান, প্রতিদিনের মতো তিনি কারখানা বন্ধ করে বাড়ি চলে যান। রাত আড়াইটার দিকে খবর পান কারখানায় আগুন লেগেছে। পরে তিনি এসে দেখেন কারখানার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
তিনি বলেন, আমার কারও সাথে কোন শত্রুতা নেই। কিভাবে আগুন লেগেছে আমি জানি না। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছে।
তিনি আরও জানান, ভাড়া নিয়ে তিন বছর যাবৎ ব্যবসা করে আসছেন। তার কারখানার মালামালসহ অন্যান্য জিনিসপত্র পুড়ে যাওয়ায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বগুড়া ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আতিক হাসান জানান, শনিবার রাতে তুহিন প্লাস্টিক রিসাইক্লিং কারখানায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। প্রায় ৩০ থেকে ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিভানো হয়।