রংপুরে বিশাল হিমালয়ী গৃধিনী শকুন উদ্ধার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2024-12-14 21:10:15

রংপুরের পীরগাছা উপজেলার অন্নদানগরে গাছে আটকে থাকা অবস্থায় বিশাল আকৃতির একটি হিমালয়ী গৃধিনী শকুন উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ভ্রমনের ক্লান্তির ফলে শকুনটি আটকা পড়েছে বলে ধারণা করা হয়েছে।

গতকাল এই হিমালয়ী গৃধিনী শকুন পাখিটিকে উদ্ধার করা হলে প্রাথমিকভাবে দিনাজপুরের সিংড়া রেসকিউ সেন্টারে পাঠানোর আগে শনিবার (১৪ ডিসেম্বর) কিছুক্ষণের জন্য রংপুর কারমাইকেল কলেজে আনা হয়।

জানা গেছে, পাখিটির ওজন ১০ কেজি,উচ্চতা প্রায় তিন ফুট,পাখার দৈর্ঘ্য সাত ফুট। পীরগাছা উপজেলার অন্নদানগরে একটি গাছে এই শকুনটি নজরে আসে স্থানীয় এলাকাবাসীর।

পরে পরিবেশবাদী সংগঠন ‘ওয়ার্ড এনিম্যাল রেসকিউ অ্যান্ড অ্যাডপশন নেটওয়ার্ক’র রংপুর শাখার সদস্যদের খবর দেন তারা।

জানা যায়, প্রতি বছর শীতকালে পৃথিবীর উত্তর গোলার্ধের দেশগুলো থেকে যেসব পরিযায়ী পাখি পরিযান করে থাকে তাদের মধ্যে অন্যতম ‘হিমালয়ী গৃধিনী’ শকুন পাখি।

এ বিষয়ে রেসকিউ টিমের পীরগাছা শাখার সদস্য নূর হাসান নাহিদ ও সোহেল জানান, গতকাল অন্নদানগরে রংনাথ এলাকায় গাছে আটকে থাকা একটি শকুন পাখিকে স্থানীয়রা অনেক চেষ্টায় বেঁধে রেখে আমাদেরকে খবর দিয়েছে। পরে সেখানে গিয়ে আমরা শকুন পাখিটিকে উদ্ধার করি। পরে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের ঊর্ধ্বতনদের নির্দেশ মোতাবেক আজ রংপুর নগরীর কারমাইকেল কলেজে আনা হয়। এখান থেকে কিছুক্ষণ পরেই দিনাজপুরের সিংরার উদ্দেশে রওনা হবো। সেখানে রেসকিউ সেন্টারে শকুনটির চিকিৎসা করানো হবে।

শকুনটির শারীরিক অবস্থা নিশ্চিত করে ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ'র অর্থ সম্পাদক লিজেন আহমেদ প্রান্ত জানান, বর্তমানে শকুনটির শারীরিক অবস্থা খুবই দুর্বল ও অসুস্থ। যত্মের অত্যন্ত প্রয়োজন। তাই সিংড়া রেসকিউ সেন্টারে চিকিৎসা করানোর পর তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে প্রকৃতিতে অবমুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হবে।

Related News