পঞ্চগড়ে ৮০৪ কেজি ভারতীয় বীজ আলু জব্দ

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2024-12-14 23:37:21

পঞ্চগড়ের সদর উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধপথে আসা ৮০৪ কেজি ভারতীয় বীজ আলু জব্দ করেছে বিজিবি। শনিবার (১৪ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটলিয়ন।

এর আগে, গত ১২ ডিসেম্বর এই ব্যাটলিয়নের আওতাধীন পঞ্চগড় সদরের হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির বিজিবি টহলদল বীজ আলু গুলো জব্দ করেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানানো হয়, সুবেদার মো. দারাজ উদ্দিন এর নেতৃত্বে সীমান্তের মেইন পিলার ৭৫৪ এর সাব পিলার ৩ হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভুটিয়াপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভারত হতে বাংলাদেশে চোরাচালানকৃত ভারতীয় আলু বীজ ৮০৪ কেজি এবং চটের বস্তা ১২টি মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। যার সিজার মূল্য প্রায় ৬৫ হাজার টাকা।

আরও জানানো হয়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোনো মূল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্যসহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত। চোরাচালানের বিরুদ্ধে বিজিবির এই জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Related News