নাজিরপুর উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদকসহ গ্রেফতার ৫

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পিরোজপুর | 2024-12-15 14:24:16

পিরোজপুরের নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ৫ নেতাকে গ্রেফতার করেছেন পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান শেখ (৬৫), উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান মিন্টু ফকির (৫২), উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আবুল বাশার হাওলাদার (৬০), শেখমাটিয়া গ্রামের খালেক গাজীর ছেলে মো. কামরুজ্জামান গাজী (৫২) ও উপজেলার দেউলবাড়ি দোবরা ইউনিয়নের মুনিরাবাদ গ্রামের খালেক মিয়ার ছেলে মো. জাহাঙ্গির আলম গাজী (৫০)।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ বলেন, গ্রেফতারকৃতরা উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। তাদের বিরুদ্ধে বিভিন্ন নাশকতা মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে।

Related News