চসিকের সাবেক কাউন্সিলর বারেক গ্রেফতার

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2024-12-16 21:28:33

চট্টগ্রামের নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতার উপর গুলি এবং হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক কাউন্সিলর মো. আব্দুল বারেককে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে নগরীর চকবাজার দিদার মার্কেট এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গত ৪ আগস্ট নিউমার্কেট এলাকায় ছাত্র-জনতা বিক্ষোভ সমাবেশ ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিল। কর্মসূচিতে অংশ নেওয়া ভিকটিম কাজী মো. সোহেল ছাত্র-জনতাকে খাবার পানি সরবরাহ করছিলেন। এ সময় সাবেক কাউন্সিলর বারেক ও তার সহযোগীরা বিক্ষোভকারীদের উপর নির্বিচারে গুলি চালান।

এছাড়াও দুষ্কৃতিকারীরা হকিস্টিক, কিরিচ, দা ও লাঠি দিয়ে ছাত্র জনতাকে পিটিয়ে এবং ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করে। এ সময় ভিকটিম কাজী মো. সোহেল আন্দোলন কর্মসূচির স্থান থেকে বাঁচতে নুপুর মার্কেট গলিতে পৌঁছালে আব্দুল বারেক এবং অন্যান্য দৃষ্কতিকারীরা গুলি চালালে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে এ ঘটনায় ভিকটিম সোহেল বাদী হয়ে কোতোয়ালী থানায় ২৮৪ জন নাম উল্লেখ করে অজ্ঞাত ৩০০-৪০০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পলাতক আসামি মো. আব্দুল বারেককে দিদার মার্কেট এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।

Related News