মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ১

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজবাড়ী | 2024-12-18 08:27:04

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মল্লিক পাড়া এলাকায় ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে কাবিল শেখ (৪০) নামে ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৮ ডিসেম্বর) খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই আজাহার বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত কাবিল শেখ পাবনা জেলার আমিনপুর থানার সাগরকান্দি ইউনিয়নের সিন্দুর বড়ুরিয়া গ্রামের আকছেদ আলী শেখের ছেলে।

জেলা পুলিশের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, সোমবার (১৭ ডিসেম্বর) ভোর পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে খানখানাপুর মল্লিক পাড়া এলাকায় ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের ওপর ডাকাত দল গাছ ফেলে যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

এ সময় থানা পুলিশের টিম ভোর ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ৫-৬ জন ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করলে কাবিল শেখকে পুলিশ গ্রেফতার করে।

ট্রাক চালক মিন্টু জানায়, ডাকাতরা নগদ টাকা, মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ট্রাক চালকদের চিৎকারে বিভিন্ন স্থান থেকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

অটো চালক সুমন জানায়, খানখানাপুর রাস্তাডাঙ্গা থেকে গোয়ালন্দ মোড়ে যাওয়ার পথে সড়কে ডাকাতির কারণে ট্রাকের দীর্ঘ লাইন দেখা যায়। তিনি দ্রুত অটো নিয়ে পালিয়ে ডাকাতের হাত থেকে রক্ষা পান।

খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি এসআই আজাহার জানান, ডাকাতির সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সড়কে ফেলে রাখা গাছ অপসারণের পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। পুলিশ ঘটনাস্থল থেকে সন্দেহজনক ১জনকে গ্রেফতার করে রাজবাড়ী থানায় সোপর্দ করেছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, গ্রেফতারকৃত কাবিল শেখের বিরুদ্ধে সদর থানায় ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।

Related News